corona virus btn
corona virus btn
Loading

মৃত্যু শয্যায় থাকা ফ্যানের শেষ ইচ্ছে পূরণ করলেন শাহরুখ খান !

মৃত্যু শয্যায় থাকা ফ্যানের শেষ ইচ্ছে পূরণ করলেন শাহরুখ খান !

বক্স অফিসে ছবি হিট করুক বা না করুক, শাহরুখই যে আসলে বলিউডের বাদশা খান, তা নতুন করে প্রমাণ করার দরকার নেই ৷

  • Share this:

#মুম্বই: বক্স অফিসে ছবি হিট করুক বা না করুক, শাহরুখই যে আসলে বলিউডের বাদশা খান, তা নতুন করে প্রমাণ করার দরকার নেই ৷ আর নামেই যে শাহরুখ বাদশা নয়, তা নিজেই ফের প্রমাণ করে দিলেন বলিউডের কিং খান ! মৃত্যু শয্যায় থাকা নিজের ফ্যানের শেষ ইচ্ছে পূরণের জন্য এগিয়ে এলেন শাহরুখ ৷

srk

অরুণা পিকে ৷ বদুদিন ধরেই ক্যানসারে ভুগছেন ৷ যতদিন গড়াচ্ছে অরুণার শারীরিক অবস্থা আরও খারাপ হতে চলেছে ৷ আর এই সময়ই অরুণা জানালেন তাঁর শেষ ইচ্ছে ৷

প্রথম থেকেই শাহরুখের একনীষ্ঠ ভক্ত তিনি ৷ তাই মৃত্যুর আগে একবারটি হলেও শাহরুখকে কাছ থেকে দেখতে চান তিনি ৷ ট্যুইটারের মাধ্যমে অরুণার পরিবারের লোক যোগাযোগ করেন শাহরুখের সঙ্গে ৷ শাহরুখকে জানান অরুণার শেষ ইচ্ছের কথা৷ সেই ট্যুইটারের জবাব যে শাহরুখ নিজেই দেবেন তা স্বপ্নেও ভাবতে পারেননি অরুণার পরিবারের লোকজন ৷

শাহরুখ ট্যুইটারে শেয়ার করলেন ভিডিও ৷ আর সেই ভিডিওতেই জানালেন, খুব শীঘ্রই তিনি দেখা করবেন অরুণার সঙ্গে ৷ আর অরুণাকে জানালেন, শাহরুখ ও শাহরুখের গোটা পরিবার ভগবানের কাছে প্রার্থনা করবেন অরুণার সুস্থতার জন্য ৷

First published: October 22, 2017, 3:15 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर