#মুম্বই: এখন দুই মহাতারকা শাহরুখ খান (Shah Rukh Khan) আর সলমন খানের (Salman Khan) গলায় গলায় ভাব ! অথচ এক সময় দু'জনের মুখ দেখাদেখি বন্ধ ছিল। কোনও পার্টি বা পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে দেখা হলে দু'জনে দু'জনকে এড়িয়ে যেতেন সচেতনভাবে। তবে এখন আর ওসব মন কষাকষি নেই। দু'জনে এখন বন্ধু হয়ে গিয়েছেন। আর সেই বন্ধুত্বের রস এতই ঘন হয়েছে যে একে অপরের ছবিতে অতিথি শিল্পীরূপেও দেখা দিচ্ছেন। তবে কেন তাঁদের মধ্যে এতদিন কথাবার্তা ছিল না তার প্রকৃত কারণ এবার সামনে এল। আর সেটা বেশ হাস্যকর। অনেকেই হয় তো ভাবছেন যে দুই মহাতারকার মধ্যে ঝামেলা যখন তখন তার কারণও নিশ্চয়ই বেশ জটিল হবে। কিন্তু আদপে নাকি তা নয়!
এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সলমন ও শাহরুখ দু'জনেই সিদ্ধান্ত নেন যে তাঁরা তাঁদের ঝগড়ার কারণ সবার সঙ্গে শেয়ার করে নেবেন। আর এই ভিডিওই তারকার ফ্যানপেজে শেয়ার করা হয়েছে। শাহরুখ বলেন যে একদিন দু'জনের মধ্যে কথা হচ্ছিল যে কে সব চেয়ে সুখী। এর উত্তরে শাহরুখ বলেন যে তিনিই সবচেয়ে সুখী কারণ কাজের শেষে বাড়ি ফিরে গেলে তাঁর স্ত্রী তাঁর জন্য অপেক্ষা করেন। স্ত্রীকে দেখে তাঁর সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায়। সলমন মাঝপথে শাহরুখকে থামিয়ে দিয়ে বলেন যে ও আসলে আমাকে পরোক্ষভাবে বিয়ে করার কথা বলছিল।
শাহরুখ সমর্থন জানিয়ে বলেন যে, ‘‘হ্যাঁ, আর সলমন আমায় বলে যে ওর বাড়ি ফিরে আরও শান্তি লাগে কারণ ওর বউ নেই। পাল্টা জবাবে শাহরুখ বলেন যে তাঁর স্ত্রী তাঁর পাশে বসলে তিনি শান্তি পান। সলমনও কম যান না। ভাইজানের সপাটে উত্তর তিনি বাড়ি গেলে এক ডজন মেয়ে তাঁর পাশে বসে!’’ দুই সুপারস্টারের খুনসুটি দেখে হেসে কুটোপাটি কৃতী শ্যানন (Kriti Sanon) থেকে শুরু করে বরুণ ধাওয়ান (Varun Dhawan)।
২০০৮ সালে ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) জন্মদিনে দু'জনের মধ্যে ঝামেলার সূত্রপাত হয়।পরে অবশ্য দুই তারকাই বিবাদ মিটিয়ে নেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Salman Khan, Shah Rukh Khan