#মুম্বই: শোকের ছায়া নেমে এল শাবান আজমির জীবনে। চলে গেলেন মা সওকত কাইফি। দীর্ঘদিন থেকেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন উর্দু কবি কাইফি আজমির স্ত্রী ও কিংবদন্তী অভিনেত্রী সওকত। 'উমরাও জান', 'মীরা নায়ারের 'সালাম বম্বে'-তে তাঁর অভিনয় আজও দর্শকমননে গেঁথে। ২০০২ সালে সাদ আলি পরিচালিত, রানি মুখোপাধ্যায় ও বিবেক ওবেরয় অভিনীত 'সাথিয়া'-য় শেষ দেখা মেলে অভিনেত্রীর।
শনিবার সওকত কাইফির শেষকৃত্তে শ্রদ্ধা জানাতে হাজির হয় প্রায় গোটা বলিউড। উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, রেখা, অনিল কাপুর, ঋষি কাপুর থেকে শুরু করে রীতেশ সিধওয়ানিম সঞ্জয় কাপুর, ঊর্মিলা, ফারহান আখতার।
কোকিলাবেন ধিরুভাই আমবানি হসপিটালে ভর্তি ছিলেন সওকত কাইফি। চিকিৎসা চলছিল আসিইউতে।হালে তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। শনিবার সকালে বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন সওকত কাইফি।