corona virus btn
corona virus btn
Loading

পথ দুর্ঘটনায় গুরুতর জখম অভিনেত্রী শাবানা আজমি

পথ দুর্ঘটনায় গুরুতর জখম অভিনেত্রী শাবানা আজমি

তাঁকে এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়৷

  • Share this:

#মুম্বই: পথ দুর্ঘটনায় গুরুতর জখম বলিউড অভিনেত্রী শাবানা আজমি৷ মুম্বই-পুণে এক্সপ্রেস হাইওয়েতে ঘটে এই দুর্ঘটনা৷ প্রাথমিক সূত্রের খবর খালাপুর টোল প্লাজার কাছে তার গাড়িকে সজোরে ধাক্কা মারে একটি ম্যাটাডোর৷ ঘটনাটি ঘটে দুপুর সাড়ে তিনটে নাগাদ৷ সঙ্গে সঙ্গে তাকে পানভেলের এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়৷

চালকের পাশের সিটে বসেছিলেন শাবানা আজমি৷ দুর্ঘটনায় হালকা চোট পান তিনি৷ মুখে ঘারে কিছু জায়গায় কেটে যায়৷ রক্তপাতও হয়৷ অন্য একটি গাড়িতে ছিলেন তার স্বামী জাভেদ আখতর৷ তার গাড়িটি ছিল শাবানার গাড়ির পিছনেই৷ তাঁর গাড়ির কোনও ক্ষতি হয়নি৷ দুর্ঘটনার পরই ঘটনাস্থলে ছুটে যান পুলিশকর্মীরা৷ তারাই শাবানাকে হাসপাতালে নিয়ে যান৷
Published by: Pooja Basu
First published: January 18, 2020, 8:09 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर