#মুম্বই: করোনায় আক্রান্ত কিংবদন্তি বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। শনিবার সন্ধ্যায় অমিতাভ বচ্চনকে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অমিতাভ নিজেই এই খবর নিজের ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, তাঁর গোটা পরিবার ও কর্মীদের করোনা পরীক্ষা করা হচ্ছে। শেষ দশদিনে যারা তাঁর সংস্পর্শে এসেছেন এমন সকলকে করোনা পরীক্ষার অনুরোধ জানিয়েছেন বর্ষীয়ান অভিনেতা।
অমিতাভের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ট্যুইটারে তাঁর ভক্তরা অমিতাভের দ্রুত সুস্থতা কামনা করেছেন। দেশ জুড়ে অমিতাভের হাজার হাজার ভক্ত রয়েছে। তাঁরা সকলেই এই খবরে আশাহত। সকলেই অমিতাভের সুস্থতার জন্য প্রার্থনা করছেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amitabh Bachchan, Amitabh bachchan age, Amitabh bachchan news