#মুম্বই: ‘ধড়ক’ মুক্তির পর শ্রীদেবী কন্যা জাহ্নবীকে ঘিরে উত্তেজনা তুঙ্গে উঠেছে! ফ্যান লিস্ট আকাশ ছোঁব-ছোঁব করছে! তাঁর অমন ঘন, ঢেউ খেলানো, সুন্দর চুলে ঘায়েল কোটি কোটি ভক্ত! সবার মুখে একটাই প্রশ্ন ঘুরে ফিরে আসছে --জাহ্নবীর অমন লোভনীয় চুলের পিছনে সিক্রেটটা কী?
অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নায়িকা নিজেই প্রকাশ্যে আনলেন তাঁর 'কেশবতী কন্যা' হয়ে ওঠার রহস্য! বললেন, কোনও নামী-দামি শ্যাম্পু নয়! মায়ের তৈরি ঘরোয়া টোটকা ব্যবহার করেই এমন সুন্দর চুল তাঁর।
শ্রীদেবী নিয়মিত চুলে তেল মালিশ করতে বলেছিলেন জাহ্নবীকে। তিনি যতদিন ছিলেন, নিজেই মেয়ের মাথায় তেল লাগিয়ে দিতেন! আর এই বিশেষ তেল নিজের হাতেই তৈরি করতেন শ্রী!
আপনিও খুব সহজেই, বাড়িতে বানাতে পারেন শ্রীদেবীর 'সিক্রেট' হেয়ার অয়েল--
কী কী চাই-
• এক কাপ নারকেল তেল• আধ কাপ আমলকি• কিছু শুকনো জবা ফুল• এক চামচ মেথি
একটি পাত্রে নারকেল তেল নিয়ে তার মধ্যে জবা ফুল, মেথি ও আমলকি মেশান। এবার হালকা আঁচে ফোটাতে থাকুন। ৩০ মিনিট ফোটানোর পর, ঠান্ডা করে কাঁচের বোতলে ঢেলে রাখুন। সপ্তাহে তিন বার এই তেল মালিশ করলেই মিলবে জাহ্নবীর মতো অমন সুন্দর, ঘন চুল
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Beautuful hair, Bollywood, Celebrity beauty secrets, Guide to a beautiful hair, Home remedy hair oil, Janhvi Kapoor, Secret revealed, Sridevi