#মুম্বই: গোয়ার হোটেল ব্যবসায়ীর নাম উঠে এসেছিল রিয়া’কে জেরার সময় । ইডি’র জেরার মুখে গৌরব আর্য নামে এই ব্যবসায়ীর নাম বহুবার শোনা যায় । আর্থিক তছরুপের ঘটনায় রিয়ার সঙ্গে এই ব্যক্তির যোগসাজগ ছিল বলে মনে করা হচ্ছে । মাদক চক্রেও সম্ভবত হাত ছিল গৌরবের ।
গৌরব’কে জিজ্ঞাসাবাদ করার জন্য গোয়ার হোটেলে খোঁজ নেয় ইডি । সে সময় বেপাত্তা ছিলেন গৌরব । পরে তাঁর সন্ধান মেলে । রবিবার ইডি-র মুখোমুখি হতে মুম্বই এসে পৌঁছন গৌরব । গোয়ার দেবলিম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি । সেখানেই তাঁকে বলতে শোনা যায়, ‘‘ এই মামলার সঙ্গে কোনও যোগ নেই আমার । ২০১৭ সালে রিয়ার সঙ্গে একবার দেখা হয়েছিল, কিন্তু সুশান্তের সঙ্গে কখনও আলাপ হয়নি আমার ।’’
I have no connection with the case. I never met Sushant Singh Rajput. I met her (Rhea) in 2017: Gaurav Arya at Goa Airport. #SushantSinghRajputCase https://t.co/qIHSBEb70b pic.twitter.com/ADG5MUGVn4
— ANI (@ANI) August 30, 2020
গোয়ার আঞ্জুনা বিচে ‘দ্য টামারিন্ড হোটেল’ নামের একটি হোটেল চালান গৌরব । তাঁকে ৩১ অগাস্টের আগে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠিয়েছিল ইডি । এরপরেই গোয়া থেকে মুম্বই উড়ে আসেন গৌরব । কিছুদিন আগে গৌরব আর রিয়ার হোয়াটসঅ্যাপ মেসেজ ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় । সেই মেসেজ থেকেই মনে করা হয়, মাদক সরবরাহে রিয়াকে সাহায্য করতেন গৌরব । ইডি সূত্রে খবর, হাজিরার নোটিশ ধরাতে গিয়ে হোটেলে গিয়েও গৌরবের দেখা পাননি আধিকারিকরা। হোটেলের অন্য স্টাফদের হাতে নোটিশ দিয়ে আসা হয় । ৩১ অগাস্ট বেলা ১১টার আগে গৌরব’কে হাজিরার নোটিশ দেওয়া হয়েছিল । সেই সূত্রেই মুম্বই পৌঁছন গৌরব ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Gaurav Arya, Goa, Rhea Chakraborty, Sushant singh Rajput