#মুম্বই: অনেকে বলতেই পারেন যে এই সব আসলে একটা বিতর্ক তৈরি করে খবরের শিরোনামে থাকার ছল ছাড়া আর কিছুই নয়! কিন্তু যাঁরা কাছ থেকে চেনেন ছোটপর্দার লাস্যময়ী নায়িকা নিয়া শর্মাকে (Nia Sharma), তাঁরা জানেন যে কোনও কিছু নিয়ে লুকোছাপা করা এই মেয়ের ধাতে নেই!
আর সেই ব্যাপারটাই প্রকাশ পেয়েছে নিয়ার সাম্প্রতিক এক সাক্ষাৎকারে। ছোটপর্দায় তাঁর সহ-অভিনেতাদের প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি জানিয়েছেন খোলাখুলি- রবি দুবের (Ravi Dubey) চেয়ে ভালো চুম্বন আর কেউ করতেই পারেন না! এই ব্যাপারে রবির দক্ষতা না কি তুলনাহীন, প্রশ্নাতীতও বটে!
সঙ্গত কারণেই কথা উঠবে- হঠাৎ করে কেন রবি সম্পর্কে এরকম একটা মন্তব্য করতে গেলেন নিয়া?
আসলে ঘটনার কেন্দ্রে রয়েছে নিয়া আর রবি অভিনীত ওয়েব সিরিজ জামাই ২.O (Jamai 2.0)। এই ওয়েব সিরিজে নিয়া আর রবির অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় আপাতত অনেকের কাছেই আলোচনার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে কথা হয়েছে তাঁদের জলায় তলায় এক সাহসী চুম্বনদৃশ্য নিয়ে। বোঝা যাচ্ছে সাফ- নিয়া সেই বিতর্ককেই আরও একটু উসকে দিতে চেয়েছেন!
আর নিয়ার এই মন্তব্য শুনে কী বলছেন রবি এবং তাঁর স্ত্রী সরগুন মেহতা (Sargun Mehta)?
সরগুন এখনও পর্যন্ত ব্যাপারটা নিয়ে মুখ খোলেননি! তবে তাঁর প্রতিক্রিয়া কী, সেটা সাফ ধরা পড়েছে রবির কথাতেই। তিনি জানিয়েছেন যে নিয়ার খোলামেলা ঠোঁটকাটা স্বভাব সম্পর্কে তাঁরা দু'জনে বেশ ভালো করেই অবগত, তাই এই মন্তব্য শুনে প্রথমটায় অবাক হলেও পরে মজা পেয়েছেন! রবি আরও বলেছেন যে নিয়া যতটা না তাঁর বন্ধু, তার চেয়েও বেশি করে তিনি সরগুনের কাছের মানুষ; ফলে সরগুন এই বিষয়ে কিছুই মনে করেননি!
এখানেই শেষ নয়! নিয়া রবির চুম্বনের দক্ষতার প্রশংসা করলেও অভিনেতা কিন্তু এর নেপথ্যে নিয়ার প্রেরণাকেই তুলে ধরতে চেয়েছেন সবার কাছে। জানিয়েছেন যে নিয়া যদি স্বাভাবিক ভাবে ব্যাপারটা না নিতেন, তাহলে তাঁদের অভিনয়ের রসায়ন এভাবে ঝড় তুলতে পারত না! তাঁর সাফ মন্তব্য- নিয়া সহযোগিতা করেছেন বলেই পর্দায় আগুন ঝরেছে!
অবশ্য, আগুন ঝরার এই কিন্তু সবে শুরু! আর কিছু দিনের মধ্যেই শুরু হবে এই ওয়েব সিরিজের দ্বিতীয় পর্ব, ট্রেলার দেখে বোঝা গিয়েছে যে চিত্রনাট্যে আগের চেয়েও গাঢ় হয়েছে নিয়া আর রবির শারীরিক অন্তরঙ্গতার দৃশ্য! আপাতত তা প্রত্যক্ষ করার আশাতেই দিন গুনছেন ভক্তেরা!