হোম /খবর /বিনোদন /
ওজন প্রায় ১০০ কেজি, বন্ধুদের সঙ্গে বেসুরো গলায় গান গাইছেন সারা! ভাইরাল ভিডিও

ওজন প্রায় ১০০ কেজি, বন্ধুদের সঙ্গে বেসুরো গলায় গান গাইছেন সারা! ভাইরাল ভিডিও

বন্ধুবান্ধবের সঙ্গে জোরদার আড্ডা দিচ্ছেন সারা । গানের আসর বসেছে । বেসুরো গলায় গান ধরেছেন নায়িকা । দেখুন সেই ভাইরাল ভিডিও-

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: নিজের শরীরের খুঁত নিয়ে কোনওদিন লজ্জিত হননি সারা আলি খান । আজ তিনি তন্বী, ছিপছিপে ফিগারের অধিকারী । কিন্তু আজীবন এমনটা ছিলেন না সারা । আর সে কথা আগেও সর্বসমক্ষে বলতে কখনও কুন্ঠাবোধ করেননি সইফকন্যা ।

বিদেশে পড়তেন সারা । সে সময় তিনি প্রচণ্ড মোটা ছিলেন । প্রায় ১০০ কেজির কাছে ওজন ছিল তাঁর । কিন্তু সে কথা লুকিয়ে রাখা তো দূর অস্ত, বরং খোলাখুলিই ভক্তদের জানিয়েছেন ‘কেদারনাথ’-এর নায়িকা । তারপর সারা যখন ঠিক করেন বলিউডেই নিজের পায়ের তলার জমি গড়বেন, তখনই শুরু করেন কঠোর শরীরচর্চা । তার ফলাফল তো বর্তমানে আমরা সকলেই দেখতে পাচ্ছি । আর এখন শরীরচর্চা নিয়ে রীতিমতো সজাগ নায়িকা । কোনওদিন ডায়েট বা ব্যয়ামের রুটিনে একটুও নড়চড় হয় না তাঁর ।

View this post on Instagram

Old video of Sara. . #Saraalikhan #instantbollywood #instantbollywoodvideos #bollywoodgiri

A post shared by Instant Bollywood (@instantbollywood) on

সম্প্রতি সারার পুরনো একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । সেখানে দেখা যাচ্ছে, বন্ধুবান্ধবের সঙ্গে জোরদার আড্ডা দিচ্ছেন সারা । গানের আসর বসেছে । বেসুরো গলায় গান ধরেছেন নায়িকা । বোঝাই যাচ্ছে, মজা করেই এমন গান গাইছেন তিনি ।

Published by:Simli Raha
First published:

Tags: Sara Ali Khan