#মুম্বই: নিজের শরীরের খুঁত নিয়ে কোনওদিন লজ্জিত হননি সারা আলি খান । আজ তিনি তন্বী, ছিপছিপে ফিগারের অধিকারী । কিন্তু আজীবন এমনটা ছিলেন না সারা । আর সে কথা আগেও সর্বসমক্ষে বলতে কখনও কুন্ঠাবোধ করেননি সইফকন্যা ।
বিদেশে পড়তেন সারা । সে সময় তিনি প্রচণ্ড মোটা ছিলেন । প্রায় ১০০ কেজির কাছে ওজন ছিল তাঁর । কিন্তু সে কথা লুকিয়ে রাখা তো দূর অস্ত, বরং খোলাখুলিই ভক্তদের জানিয়েছেন ‘কেদারনাথ’-এর নায়িকা । তারপর সারা যখন ঠিক করেন বলিউডেই নিজের পায়ের তলার জমি গড়বেন, তখনই শুরু করেন কঠোর শরীরচর্চা । তার ফলাফল তো বর্তমানে আমরা সকলেই দেখতে পাচ্ছি । আর এখন শরীরচর্চা নিয়ে রীতিমতো সজাগ নায়িকা । কোনওদিন ডায়েট বা ব্যয়ামের রুটিনে একটুও নড়চড় হয় না তাঁর ।
View this post on InstagramOld video of Sara. . #Saraalikhan #instantbollywood #instantbollywoodvideos #bollywoodgiri
সম্প্রতি সারার পুরনো একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । সেখানে দেখা যাচ্ছে, বন্ধুবান্ধবের সঙ্গে জোরদার আড্ডা দিচ্ছেন সারা । গানের আসর বসেছে । বেসুরো গলায় গান ধরেছেন নায়িকা । বোঝাই যাচ্ছে, মজা করেই এমন গান গাইছেন তিনি ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sara Ali Khan