হোম /খবর /বিনোদন /
চর্বি ভর্তি মুখ, চোখে মোটা চশমা ! সারা আলি খানের পুরনো ভিডিও দেখলে চমকে উঠবেন

চর্বি ভর্তি মুখ, চোখে মোটা চশমা ! সারা আলি খানের পুরনো ভিডিও দেখলে চমকে উঠবেন

ফের ভাইরাল সারা আলি খান

ফের ভাইরাল সারা আলি খান

পুরনো দিনের ভিডিও শেয়ার করে ফের ভাইরাল সারা আলি খান।

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: নবাবের বংশধর তিনি ৷ ডেবিউ করার পর থেকেই বলিউডের অন্যতম জনপ্রিয় মুখ সইফ আলি খান আর অমৃতা সিংয়ের কন্যা সারা আলি খান। সোশ্যাল মিডিয়ায়ও তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। তিনি যাই ছবি বা ভিডিও শেয়ার করেন সেটাই মুহূর্তে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। পুরনো দিনের ভিডিও শেয়ার করে ফের ভাইরাল সারা আলি খান।ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিমানে বন্ধুদের সঙ্গে বসে রয়েছেন সারা । বন্ধুরা যখন ঘুমোচ্ছে, তখনী সারা এই ভিডিয়ো শ্যুট করেন।এই ভিডিওটি তখন শ্যুট করেছিল সারা যখন তাঁর ওজন ছিল ৯৯ কেজি। ভিডিয়ো দেখতেই সেটা স্পষ্ট বোঝা যাবে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেই এই ভিডিয়ো শেয়ার করেন সারা। আর ভিডিওটি প্রকাশ্যে আসতেই ভাইরাল রয়েছে সোশ্যাল মিডিয়াতে। মাত্র ২ ঘণ্টায় ২৫ লক্ষ ভিউ হয়েছে ভিডিওটির।দেখুন সেই ভিডিও---

তাঁর পুরনো ছবি দেখলে বোঝা যায় জিমে কতোটা ঘাম ঝরিয়েছেন এবং কী প্রচন্ড করা ডায়েটের মধ্যে থাকেন এই নায়িকা। নিজের ট্রার্নফর্মেশন বোঝানোর জন্য নিজের পুরনো এই ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করলেন সারা। এই মুহূর্তে সারা ব্যাস্ত নতুন ছবি ‘লাভ-আজকাল’-এর প্রোমোশন ৷ এই ছবিতে কার্তিক আরিয়ানের বিপরীতে দেখা যাবে সারাকে। এখানে বলে রাখি, ইমতিয়াজ আলির লাভ আজকাল ছবিতে সারার চরিত্রের নাম জো এবং কার্তিকের চরিত্রের নাম বীর৷ ছবি মুক্তি পাবে ১৪ ফেব্রুয়ারি।

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Sara Ali Khan, Throwback video, Weight Loss