#মুম্বই: নবাবের বংশধর তিনি ৷ ডেবিউ করার পর থেকেই বলিউডের অন্যতম জনপ্রিয় মুখ সইফ আলি খান আর অমৃতা সিংয়ের কন্যা সারা আলি খান। সোশ্যাল মিডিয়ায়ও তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। তিনি যাই ছবি বা ভিডিও শেয়ার করেন সেটাই মুহূর্তে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। পুরনো দিনের ভিডিও শেয়ার করে ফের ভাইরাল সারা আলি খান।ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিমানে বন্ধুদের সঙ্গে বসে রয়েছেন সারা । বন্ধুরা যখন ঘুমোচ্ছে, তখনী সারা এই ভিডিয়ো শ্যুট করেন।
তাঁর পুরনো ছবি দেখলে বোঝা যায় জিমে কতোটা ঘাম ঝরিয়েছেন এবং কী প্রচন্ড করা ডায়েটের মধ্যে থাকেন এই নায়িকা। নিজের ট্রার্নফর্মেশন বোঝানোর জন্য নিজের পুরনো এই ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করলেন সারা। এই মুহূর্তে সারা ব্যাস্ত নতুন ছবি ‘লাভ-আজকাল’-এর প্রোমোশন ৷ এই ছবিতে কার্তিক আরিয়ানের বিপরীতে দেখা যাবে সারাকে। এখানে বলে রাখি, ইমতিয়াজ আলির লাভ আজকাল ছবিতে সারার চরিত্রের নাম জো এবং কার্তিকের চরিত্রের নাম বীর৷ ছবি মুক্তি পাবে ১৪ ফেব্রুয়ারি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sara Ali Khan, Throwback video, Weight Loss