corona virus btn
corona virus btn
Loading

সলমনকে ‘আদাব’ করলেন সারা আলি খান, নবাবকন্যার মিষ্টি ব্যবহার ভাইরাল নেটদুনিয়ায়

সলমনকে ‘আদাব’ করলেন সারা আলি খান, নবাবকন্যার মিষ্টি ব্যবহার ভাইরাল নেটদুনিয়ায়

‘বিগ বস’-এর সেটে ঢোকার আগে দেখা করলেন ভাইজানের সঙ্গে ৷ আর দেখা হতেই স্বভাবসিদ্ধভাবেই সলমনের সঙ্গে হাসি মশকরায় মাতলেন সারা আলি খান ৷

  • Share this:

#মুম্বই: নবাবকন্যা সারা আলি খান ৷ তাঁর ব্যবহার, তাঁর আচরণ সবটাই ভক্তদের দারুণ পছন্দের ৷ সব সময়ই সারার হাসি মুখ, সারাক্ষণই নম্র ব্যবহারে মন জয় করে নেন সাংবাদিক থেকে সাধারণ মানুষ, সকলেরই ৷ এবার সারা দেখা করলেন সলমন খানের সঙ্গে ৷ আসলে নিজের আগামী ছবির প্রমোশন করতে সলমনের ‘বিগ বস’-এর ঘরে গিয়েছিলেন সারা আর কার্তিক আরিয়ান ৷ সেটে ঢোকার আগে দেখা করলেন ভাইজানের সঙ্গে ৷ আর দেখা হতেই স্বভাবসিদ্ধভাবেই সলমনের সঙ্গে হাসি মশকরায় মাতলেন সারা আলি খান ৷ ‘আদাব’-ও করলেন তিনি ৷ তারপরেই সারা আর কার্তিক প্রবেশ করলেন মেকআপ ভ্যানে ৷ প্রস্তুত হয়েই চলে গেলেন ‘বিগ বস’-এর প্রতিযোগীদের মাঝে ৷ সেখানেই চলল হাসি, মশকরা, খেলা, আড্ডা ৷ আগামী ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে-র দিন মুক্তি পাবে ইমতিয়াজ আলি পরিচালিত সারা-কার্তিকের ছবি ‘লভ আজ কাল’-এর সিক্যুয়েল ৷ এই ছবির প্রথম পার্টটিতে এর আগে অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন ও সইফ আলি কান ৷

First published: January 20, 2020, 8:18 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर