#মুম্বই: লকডাউনে ঘরে বন্দি বলিউড সেলেবরা। করোনা মোকাবিলায় সরকারের সিদ্ধান্ত মেনেই সকলে স্বেচ্ছায় গৃহবন্দি। ঘরেই নিজেকে আটকে রেখেছেন সারা আলি খান। বলিউডের তরুণতুর্কিদের মধ্যে সারা সবচেয়ে জনপ্রিয়। এছাড়াও সইফ আলি খান ও অমৃতা সিংয়ের মেয়ে হওয়ায় তাঁর একটা সেলেব পরিচিতি আগে থেকেই ছিল।
ছিপছিপে সুন্দরী সারার ফ্যান গোটা সিনেমা জগত। কিন্তু সারা আগে মোটেও এমন ছিপছিপে ছিলেন না। মোটা সোটা মিষ্টি দেখতে ছিলেন তিনি। তবে ছোট থেকেই সাজতে খুব ভালবাসেন সইফ কন্যা। সম্প্রতি তিনি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তাঁর আগের ও এখনকার দুটি ছবি পোস্ট করেন। করে তিনি লেখেন, "কিছু জিনিস কখনও বদলায় না । ছোট্ট সারার ছবি। ছবি তোলার পোস, ভঙ্গি, সাজগোজ সব এখনও এক রয়েছে। আমি ছোট থেকেই দুষ্টু।" এই পোস্ট সারা শেয়ার করেন। তবে ফ্যানেরা তাঁর ছোটবেলার মিষ্টি ছবি দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Instagram, Sara Ali Khan, Viral Post