#মুম্বই: সারা আলি খান। বলিউডে তাঁর প্রথম কাজ 'কেদারনাথ'। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে জুটি বেঁধে, এই ছবি দিয়েই বলিটাউনে পা রাখেন সইফ ও অমৃতা কন্যা। এর পর রণবীর সিংয়ের সঙ্গেও কাজ করতে দেখা গিয়েছে তাঁকে। সারার ছটফটে অভিনয় মুগ্ধ করেছে সকলকে । সারা শুধু অভিনয় করতে ভালবাসেন এমন নয়। ঘুরতেও দারুণ ভালবাসেন তিনি। তাঁর একটি ইউটিউব চ্যানেলও আছে। যেখানে নানা জায়গায় বেড়াতে গিয়ে ভিডিও বানিয়ে শেয়ার করেন তিনি।
সইফ আলি খান ও অমৃতা সিংয়ের প্রথম সন্তান তিনি। এই দম্পতির বিচ্ছেদের পর মা অমৃতার সঙ্গেই থাকেন সারা। তবে বাবার সঙ্গেও তাঁর সম্পর্ক বেশ ভাল। নবাব পরিবারের একমাত্র নাতনি তিনি। সম্প্রতি সইফের সঙ্গে নিজের একটি ছোটবেলার ছবি শেয়ার করেছেন সারা। ইনস্টাগ্রামে নিজের হ্যান্ডেল থেকেই এই ছবিটি শেয়ার করেছেন তিনি।
ছবি শেয়ার করে সারা লেখেন, "তুমি একমাত্র মানুষ যে শান্তি দেয়। তুমিই আমার ভালবাসা। তুমিই আমার মিকিমাউস। তোমায় ভালবাসি আব্বা।" এই পোস্ট শেয়ার হতেই ফ্যানেরা প্রশংসা শুরু করেছেন। সারার ছোট বেলার ছবি দেখে ফের একবার সকলে মুগ্ধ !
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amrita Singh, Bollywood, Sara Ali Khan