• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • গোটা মুখে রং ! ছোট বেলার ছবি শেয়ার করে, মা অমৃতাকে নিয়ে কবিতা লিখলেন সারা আলি খান !

গোটা মুখে রং ! ছোট বেলার ছবি শেয়ার করে, মা অমৃতাকে নিয়ে কবিতা লিখলেন সারা আলি খান !

photo source Instagram

photo source Instagram

মজার কবিতাটি তিনি শেয়ার করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়।

 • Share this:

  #মুম্বই: সারা আলি খান। বলিউডের নতুন নায়িকাদের মধ্যে একজন। তবে শুধু এটাই তাঁর পরিচয় নয়। তিনি নবাব বংশের একমাত্র নাতনি। তিনি সইফ আলি খান ও অমৃতা সিংয়ের প্রথম সন্তান। এছাড়াও সইফের দুই ছেলে রয়েছে। ইব্রাহিম ও তৈমুর। সইফ ও করিনা কাপুর খানের সন্তান তৈমুর।

  বাবা-মায়ের ডিভোর্সের পর মা অমৃতার সঙ্গেই থেকে গিয়েছেন সারা ও ইব্রাহিম। জীবনের খারাপ সময় হোক বা ভাল সময় সব কিছুর সাক্ষি থেকেছে তাঁর মা অমৃতা। সইফ দশ বছরের ছোট ছিল অমৃতার থেকে। কিন্তু সে সময় অমৃতা ছিলেন জনপ্রিয়তার তুঙ্গে। আর সবে বলিউডে কাজ শুরু করেছেন শর্মিলা ঠাকুরের ছেলে। অমৃতার প্রেমে পড়ে যান ছোটে নবাব। শর্মিলার অমতেই বিয়ে হয়েছিল তাঁদের। এর পর বেশ কয়েক বছর পর ডিভোর্সও হয়ে যায়। তাই এই সব কিছুকে এবং দুই সন্তানের দায়িত্ব একা হাতে পালন করা সহজ কথা নয়। সে টাকা পয়সার সাপোর্ট যতই থাকুক না কেন সঠিক শিক্ষা দেওয়াও দরকারি। এই কাজ সফল ভাবে করেছেন অমৃতা সিং।

  সারার প্রথম ছবি 'কেদারনাথ'। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে জুটি বেঁধেই প্রথম ছবি করেন তিনি। প্রথম ছবি থেকেই সকলের নজর কাড়েন তিনি। সারা সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মাঝে মধ্যেই মজার কিছু শেয়ার করেন তিনি। এবার মা অমৃতা ও ভাই ইব্রাহিমের সঙ্গে একটি ছবি শেয়ার করলেন তিনি। ছবিতে মুখে রঙ লেগে রয়েছে তাঁদের। এই ছবি শেয়ার করে মাকে নিয়ে কবিতা লিখলেন সারা। মজার কবিতাটি তিনি শেয়ার করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়।

  Published by:Piya Banerjee
  First published: