Union
Budget 2023

Highlights

হোম /খবর /বিনোদন /
পিরিয়ড ড্রামা নিয়ে এ বার ওয়েবে আসছেন সঞ্জয় লীলা বনশালী! নায়িকা রিচা চাড্ডা

পিরিয়ড ড্রামা নিয়ে এ বার ওয়েবে আসছেন সঞ্জয় লীলা বনশালী! নায়িকা রিচা চাড্ডা

২০১৩ সালে ‘রামলীলা’য় রিচার সঙ্গে কাজ করেছিলেন সঞ্জয় । বহু বছর পর ফের একসঙ্গে কাজ করতে পারেন এই জুটি ।

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: ২০১৮-তে ‘পদ্মাবতী’ । তারপর থেকে আর বড় পর্দায় দেখা যায়নি পরিচালক সঞ্জয় লীলা বনশালীকে । তবে বর্তমানে নতুন ছবির কাজে খুবই ব্যস্ত রয়েছেন তিনি । এই মুহূর্তে আলিয়া ভাটের সঙ্গে ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি্’ তে কাজ করছেন তিনি । সেই ছবির পরেই নাকি এ বার ওটিটি প্ল্যাটফর্মে নাম লেখাতে চলেছেন এসএলবি । তবে কার হাত ধরে ওটিটি প্লাটফর্মে আত্মপ্রকাশ করবেন তিনি, তা এখনও জানা যায়নি ।

আর নতুন এই প্লাটফর্মেও তাঁর প্রিয় পিরিয়ড ড্রামা-ই হবে তাঁর সঙ্গী । ছবিটির মুখ্য ভূমিকায় দেখা যেতে পারে রিচা চাড্ডা’কে । ২০১৩ সালে ‘রামলীলা’য় রিচার সঙ্গে কাজ করেছিলেন সঞ্জয় । বহু বছর পর ফের একসঙ্গে কাজ করতে পারেন এই জুটি ।

সূত্রের খবর, ছবিটির নাম এখনও ঠিক হয়নি । তবে এটি ভারতের ইতিহাস নির্ভর । এই মুহূর্তে স্ক্রিপ্টের উপর কাজ চলছে । রিচার সঙ্গে ছবিতে আরও দু’জব নায়ককেও দেখা যাবে । তবে তাঁদের নাম এখনও চূড়ান্ত হয়নি ।

Published by:Simli Raha
First published:

Tags: Sanjay Leela Bhansali