#মুম্বই: চিকিৎসার জন্য তাঁর আমেরিকায় যাওয়া প্রয়োজন । কিন্তু জানা গিয়েছে, ভিসা পেতে নাকি সমস্যা হচ্ছে সঞ্জয় দত্তের । সপ্তাহ দুয়েক আগে হঠাৎই রিপোর্ট আসে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত সঞ্জু বাবা । স্টেজ থ্রি ক্যান্সারে আক্রান্ত তিনি । চিকিৎসার জন্য তাঁর আমেরিকায় যাওয়া প্রয়োজন । এরপরেই আমেরিকায় যাওয়ার ভিসা প্রস্তুত করতে যান সঞ্জয় । কিন্তু ভিসা পেতে সমস্যা হয় তাঁর । প্রথমে জানা যায়, কোভিড পরিস্থিতির জন্যই এক দেশ থেকে অন্য দেশে যেতে তাঁকে আটকানো হচ্ছে । পরে শোনা যায়, মুম্বই হামলায় তাঁর নাম জড়িয়েছিল, সে কারণেই এই সমস্যার দেখা দিয়েছে ।
তবে শেষ পর্যন্ত নাকি এক ঘনিষ্ঠ বন্ধুর চেষ্টায় আমেরিকার ভিসা জোগাড় করতে পারেন তিনি । তাঁর পাঁচ বছরের ভিসা মঞ্জুর করা হয়েছে বলে খবর। আমেরিকার মেমোরিয়াল সোলান কেরাটিং ক্যানসার সেন্টারেই সঞ্জয়ের চিকিতসা হবে বলে খবর। এখানেই চিকিৎসা হয়েছিল সঞ্জয়ের মা নার্গিসেরও । সেখানে অভিনেতার সঙ্গে যাবেন স্ত্রী মান্যতা দত্ত ও বোন প্রিয়া দত্ত । থাকতে পারেন সঞ্জয়ের প্রথম পক্ষের মেয়ে ত্রিশলাও । তিনি নিউইয়র্কে থাকেন।