#মুম্বই: গতকালই সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় গ্রেফতার করা হয়েছে রিয়া চক্রবর্তীকে ৷ আদালতের নির্দেশে আগামী ১৪ দিন তিনি আইনি হেফাজতে থাকবেন ৷ রিয়ার জামিনের আবেদন খারিজ করা হয়েছে ইতিমধ্যেই ৷ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে রিয়ার অভিযোগ ছিল সুশান্তের শেষকৃত্যতে রিয়াকে ডাকা হয়নি ৷ এই বিষয়ে সুশান্তের বন্ধু সন্দীপ সিং জোরদার প্রতিক্রিয়া দিয়েছেন ৷ তাঁর উপর অভিযোগ সম্পর্কে সন্দীপ প্রথমবার খোলামেলা আলোচনা করেছেন ৷
সুশান্তের বন্ধু সন্দীপ সিং পিঙ্কভিলাকে দেওয়া সাক্ষাৎকারে রিয়ার অভিযোগ নস্যাৎ করেছেন ৷ যাঁরা বলছেন সুশান্ত সিং রাজপুতের শেষকৃত্যতে নিমন্ত্রণ জানানো হয়নি তাঁদের জেনে রাখা ভাল সুশান্তের শেষকৃত্যতে কাউকে নিমন্ত্রণ জানানো হয়নি ৷ তিনি দাবি করেছেন রিয়ার কোনও মানসিক রোগ বিশেষজ্ঞকে দেখানো উচিৎ, কেননা এটি কোনও জন্মদিনের অনুষ্ঠান নয় বা কোনও ছবির সাফল্যের সেলিব্রেশন নয় ৷
কারও শেষকৃত্যতে আসতে গেলে কেউ নিমন্ত্রণের অপেক্ষা করে না ৷ সাধারণত এই সমস্ত ক্ষেত্রে কোনও নিমন্ত্রণের প্রথা আছে বলে তিনি মনে করেন না ৷ তিনি প্রশ্ন তুলেছেন রিয়াকে কি কূপার হাসপাতালে নিমন্ত্রণ করা হয়েছিল ৷ যে তিনি সুশান্তের শেষকৃত্যতে যাওয়ার জন্য নিমন্ত্রণের অপেক্ষা করছিলেন ৷ এমনিতেই সুশান্তের পরিবারের পক্ষ থেকে কড়া বার্তা দিয়েছিল যে শেষকৃত্যতে আত্মীয় পরিজন ছাড়া অন্য কেউ যেন প্রবেশ না করে এমন দাবি করেছেন সুশান্তের বন্ধু ৷
সুশান্তের বন্ধু সন্দীপ সিং-এর আরও দাবি করেছেন সুশান্তের দিদিরা এই মুহূর্তে কেউ ছত্তীসগড়ে তো কেউ দিল্লিতে একজন মুম্বইয়ে তো অন্য জন আমেরিকায়, সেখান থেকেই ভাইয়ের বিষয়ে নজর রাখছেন৷ সন্দীপের উপরে অভিযোগের প্রেক্ষিতে তিনি জানিয়েছেন, এই লড়াই 'আমার লড়াই, আমাকেই লড়তে হবে ৷'