#মুম্বই: সলমান খানের প্রাক্তন গার্লফ্রেন্ড ছিলেন সোমি আলি। সম্প্রতি একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, সলমান খান তাঁকে ঠকিয়েছিলেন। এবং সে কারণেই তাঁদের ব্রেক-আপ হয়েছিল। প্রায় ২০ বছর হয়ে গিয়েছে তাঁদের ব্রেক-আপের। তবে আজও সলমান খান ও সোমি আলিকে নিয়ে ফ্যানেদের মধ্যে নানা আলোচনা হয়। ৯০-এর দশকে প্রায় ৬ বছর তাঁদের প্রেমের সম্পর্ক ছিল।
সোমি আলি এখন একজন সমাজকর্মী হিসেবে কাজ করেন। এর আগে বহু সাক্ষাৎকারে সোমি দাবি করেছেন, ১৬ বছর বয়সে তিনি ভারতে এসেছিলেন সলমান খানের 'ম্যায়নে পেয়ার কিয়া' ছবিটি দেখার পর। শুধুমাত্র সলমানের সঙ্গে বিয়ে করতেই তিনি এসেছিলেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ফের একবার তাঁর পুরনো সম্পর্কের কথা বলেন সোমি। সেখানেই তিনি দাবি করেছেন, 'প্রায় ২০ বছর হয়ে গিয়েছে ওঁর সঙ্গে আমার ব্রেক-আপের। সলমান আমাকে ঠকিয়েছিল। সে কারণে আমি ব্রেক-আপ করেছিলাম এবং সম্পর্ক থেকে বেরিয়ে যাই।'
সলমানের বাবা সেলিম খান ও মা সালমা খানকে নিয়ে সোমির বক্তব্য, 'আমি সলমানের বাবা মায়ের কাছ থেকে বহু ভালো জিনিস শিখেছি। আমি সবচেয়ে বড় জিনিস যেটা শিখেছি তা হল সব ধর্মকে সমান ভাবে দেখতে এবং সব মানুষকে সমান ভাবে দেখতে। ওঁদের বাড়িতে সবাই যেতে পারেন এবং সালমা আন্টি সবাইকে খুবই আপ্যায়ণ করেন।'
View this post on Instagram
মুম্বইতে মডেল হিসেবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন সোমি। এর পর বেশ কয়েকটি ছবিতেও কাজ করেছেন তিনি। 'কৃষ্ণ অবতার', 'ইয়ার গদ্দার', 'অন্থ', 'তিসরা কওন', 'আন্দোলন' এবং 'মাফিয়া' নামের ছবিতে কাজ করেছেন সোমি। সঞ্জয় দত্ত, সুনীল শেট্টি, ধর্মেন্দ্র, গোবিন্দা ও সইফ আলি খানের সঙ্গে কাজ করেছেন সোমি। তবে এই মুহূর্তে আর বলিউডে ফিরতে চান না তিনি। 'নো মোর টিয়ার্স' নামে একটি এনজিও চালান তিনি।
সলমান খানের সঙ্গে সোমির পরও একাধিক মহিলার নাম জড়িয়েছে। তালিকায় রয়েছে সঙ্গীতা বিজলানি, ক্যাটরিনা কাইফ, ঐশ্বর্য রাই। তবে এই মুহূর্তে সলমান মডেল ইউলিয়া ভান্তুরের সঙ্গে সম্পর্কে রয়েছে বলে গুঞ্জন শোনা যায়।