হোম /খবর /বিনোদন /
সলখানের পরিবারও একটি ক্রিকেট দলের মালিক! IPL-মত প্রতিযোগিতায় জোর টক্কর হবে

সলখানের পরিবারও একটি ক্রিকেট দলের মালিক! IPL-মত প্রতিযোগিতায় জোর টক্কর হবে

সলমন খান ৷ ফাইল ছবি ৷

সলমন খান ৷ ফাইল ছবি ৷

শাহরুখের পরে এবার সলমনের পরিবারের সঙ্গে ক্রিকেটে এলেন বলিউডের ভাইজান

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: বলিউডের সেলিব্রিটিদের ক্রিকেট প্রেম এ কোনও নতুন বিষয় নয় ৷ বলিউডের তারকাদের মধ্যে শাহরুখ খান, প্রীতি জিন্টা আইপিএলে দল কিনেছেন৷ সেই তালিকায় নবতম সংযোজন সলমন খান ও তাঁর পরিবার ৷ তিনি একটি ক্রিকেট দল কিনেছেন ৷ আইপিএলের মত শ্রীলঙ্কায় শুরু হতে চলেছে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ ৷ সলমনের ছোট ভাই সোহেল খান ফ্র্যাঞ্চাইজি কিনেছেন ৷

ক্যান্ডি টাস্কর্স সোহেলের দলের নাম ৷ আগামী ২১ নভেম্বর থেকে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ শুরু হবে ৷ এই প্রতিযোগিতায় পাঁচটি দল অংশগ্রহণ করবে ৷ পাঁচটি দলের মদ্যে অন্যতম সোহেল খানের ক্যান্ডি টাস্কর্স ৷ সূত্রের খবর এই বিনিয়োগ সোহেল খান আন্তর্জাতিক এলএলপির মাধ্যমে করা হয়েছে ৷ এই বিনিয়োগের অংশীদার সলমন খান ও সেলিম খানও ৷ ক্যান্ডি টাস্কর্সের মুখোমুখি হবে কলম্বো কিংস, ডাম্বুলা হক্স, গল গ্ল্যাডিয়েটার্স ও জাফনা স্টালিয়ন্সের সঙ্গে ৷

সোহেল খানের দল দলে নিয়েছেন ক্রিস গেইলকে ৷ সোহেল খান ক্রিস গেইলকে দলের একটি স্তম্ভ বলে মনে করেন ৷ আগামী মাস থেকেই শুরু হবে এই ক্রিকেট লিগ  লিগ, এখন থেকেই টানটান উত্তেজনা ক্রিকেট প্রেমীদের মধ্যে ৷

Published by:Arjun Neogi
First published:

Tags: Salman Khan