#মুম্বই: আগামী কিছুদিনেই বেশ কিছু বড় ছবি মুক্তি পেতে চলেছে যা নিয়ে রীতিমত চর্চা বলিউডে ৷ বলিউডের ভাইজান সলমন খান ও মিস্টার খিলাড়ি অক্ষয় কুমারের মধ্যে বাধতে চলেছে বড়সড় লড়াই ৷ একন দেখার বিষয় এটাই বক্স অফিসে শেষ হাসি কে হাসবেন ? এখন যাবতকীয় চর্চায় সলমন খানের রাধে (ইওর মোস্ট এয়ান্টেড ভাই রাধে) একই সঙ্গে অক্ষয় কুমারের মোস্ট অ্যাওয়েটেড বা বহু প্রতীক্ষিত ছবি লক্ষ্মী বম্ব ৷ সলমন খানের ছবি রাধে, ইওর মোস্ট এয়ান্টেড ভাইয়ের প্রস্তুতি নিয়ে বেশ চর্চা চলছে ৷
সম্প্রতি অক্ষয় কুমারের ক্ষেত্রে বেশ দুশ্চিন্তা বাড়িয়েছে ৷ ডিএনএ-এর রিপোর্টে জানতে পারা গিয়েছে এই বছরই ইদে সলমন খানের রাধে ছবি মুক্তি পাবে ৷ একই সঙ্গে ইদেই মুক্তি পাবে অক্ষয় কুমারের লক্ষ্মী বম্ব ৷ প্রতি বছরই ইদে সাদারণত সলমনের ছবি মক্তি পায় ৷ বক্স অফিসেও ছবিগুলি ঝড় তোলে ৷ সলমনের হোম প্রোডাকশের ডিস্ট্রিবিউশনের দায়িত্ব তাকে যশরাজের উপরে ৷ সারা দেশ-সহ আরবেও এই ছবি দেখানো হয় ৷
তাই রাধের ডিস্ট্রিবিউশন নিয়ে নিয়েও বেশ আশাবাদী সলমন ৷ রাধের নির্দেশনায় প্রভুদেবা, অতুল অগ্নিহোত্রি ও সোহেল খান প্রযোজনা করেছেন ৷ এখন এটাই দেখার বিষয় সলমন ও অক্ষয়ের ছবি একই দিনে মুক্তি পায় কি না ? লক্ষ্মী বম্বে অর্ধঃনারীশ্বর চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে কিয়ারা আদবানিকে ৷ ছবির নির্দেশনায় রয়েছে রাঘব লরেন্স ৷ এই ছবির প্রথম লুক সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Akshay Kumar, EID 2020, Salman Khan