হোম /খবর /বিনোদন /
'হিন্দু-মুসলিম ভাই ভাই' ! ইদে ভক্তদের জন্য গান গাইলেন সলমান খান !

'হিন্দু-মুসলিম ভাই ভাই' ! ইদে ভক্তদের জন্য গান গাইলেন সলমান খান !

photo source Instagram

photo source Instagram

ইদ আর সলমান তাঁর ভক্তদের কোনও গিফট দেবেন না তাও কি হয় ! অবশেষে ভাইজান তাঁর ফ্যানেদের জন্য নিজে গাইলেন গান।

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: ইদ মানেই সলমানের খানের ছবি। ইদে সলমান খানের ছবি হলে রিলিজ করবে না ! এটা ঠিক ভাবা যায় না ! সলমানের ছবি ইদের সময় রিলিজ করে বলে বলিউডের অনেক পরিচালকই এই সময় নিজেদের ছবি পিছিয়ে দেন। কারণ সলমান খানের সঙ্গে টেক্কা কেউ নিতে চান না। ইদ মানেই ভাইজান। তবে এবারের চিত্রটা একেবারেই আলাদা। এমন ইদ কেউ কখনও দেখেনি। করোনার জন্য সারা দেশ গৃহবন্দি। খুশির ইদেও মানুষকে থাকতে হচ্ছে বাড়িতে। নিজের ও দেশের সুরক্ষার জন্য এই নিয়ম মানতেই হচ্ছে।

এ বছর তাই কোনও ছবি ফ্যানেদের উপহার দিতে পারেননি সল্লুভাই। কিন্তু ইদ আর সলমান তাঁর ভক্তদের কোনও গিফট দেবেন না তাও কি হয় ! অবশেষে ভাইজান তাঁর ফ্যানেদের জন্য নিজে গাইলেন গান। 'ভাই ভাই' - গানটি গেয়ে ইউটিউবে পোস্ট করলেন তিনি। এই মিউজিক ভিডিওটি তিনি তাঁর ভক্তদের কথা মাথায় রেখেই বানিয়েছেন। সলমান লেখেন, "আমি আপনাদের সবার জন্য কিছু বানিয়েছি। দেখে বলবেন কেমন লাগলো ? আপনাদের সবাইকে ইদ মুবারক।" এই ভিডিওতে ভাইজানের গলায় গান শুনে প্রশংসায় ভরালেন ভক্তরা। ইদে ভাইজানের উপহার আসবে না, এমন হতেই পারে না।

Published by:Piya Banerjee
First published:

Tags: Bhai bhai, Eid, Salman Khan, Song