#মুম্বই: সুশান্তের অকাল মৃত্যুর জন্য যেসব বড় মাপের তারকা বা প্রযোজনা সংস্থা, প্রযোজক,পরিচালকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন নেটিজেনরা, তার মধ্যে রয়েছেন সলমন৷ তিনি পক্ষপাতদুষ্ট এবং তিনি স্টারকিডদের সমর্থন করেন৷ এছাড়াও অন্য প্রতিভাবানদের তিনি সমর্থন তো করেন না, উল্টে তারা যাতে কাজ না পায় এই ব্যবস্থাও তিনি করেন৷ এমন বিস্ফোরক অভিযোগে উঠেছে সলমনের বিরুদ্ধে৷ এবার মুখ খুললেন ভাইজান৷ পাশে দাঁড়ালেন সুশান্তের পরিবার ও ভক্তদের৷
নিজের ট্যুইটারে তিনি লেখেন যে, 'আমার ভক্তদের অনুরোধ করছি সুশান্তের ভক্তদের পাশে দাঁড়াতে এবং কোন বাজে কথায় বা প্ররোচনার পা না দিয়ে আবেগটা বুঝতে৷ সুশান্তের পরিবার ও ভক্তদের পাশে দাঁড়ান, কারণ প্রিয়জনের মৃত্যু খুবই বেদনাদায়ক'৷
A request to all my fans to stand with sushant's fans n not to go by the language n the curses used but to go with the emotion behind it. Pls support n stand by his family n fans as the loss of a loved one is extremely painful.
— Salman Khan (@BeingSalmanKhan) June 20, 2020
সুশান্তের মৃত্যুর পর সলমনকে একহাত নেন দাবাং পরিচালক অভিনব কাশ্যপ৷ সলমন ও তাঁর দুই ভাই চক্র তৈরি করে তাঁর কেরিয়ার শেষ করেছেন৷ এমনই অভিযোগ অভিনবের৷ অন্যদিকে গায়ক সোনু নিগমও আকার ইঙ্গিতে সলমনের বিরুদ্ধে আঙুল তুলেছেন৷
তবে এসব নিয়ে সলমন কোনও কথাই বলেননি৷ তিনি শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে কথা বলছেন এবং আপাতত সুশান্তের পরিবারের পাশে থাকার জন্য অনুরোধ করছেন৷