• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • BOLLYWOOD SALMAN KHAN ANNOUNCES NEW FILM KABHI EID KABHI DIWALI TO HIT THEATRES ON EID 2021 RM

২০২১-এর ইদে সলমনের ছবি 'কভি ইদ কভি দিওয়ালি', ট্যুইটারে জানালেন খোদ 'ভাইজান'

ছবির নামেই 'চমক'

ছবির নামেই 'চমক'

 • Share this:

  #মুম্বই: ভাইজান মানেই 'হটকে'! তিনি যা-ই করুন, তাই খবরের শিরোনামে! এবার 'চমক' দিলেন ২০২১-এ তাঁর ছবি ঘোষণা করে! খোদ ছবির নামেই 'চমক'-- 'কভি ইদ কভি দিওয়ালি'!

  দাবাং থ্রি মুক্তির আগেই শুর করেছেন ২০২০-র ইদে তাঁর ছবি ' রাধে'র শ্যুটিং! এবার ঘোষণা করলেন আগামী বছরের ইদের প্রজেক্ট-- 'কভি ইদ কভি দিওয়ালি'! গল্প ও প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। নিজের ট্যুইটার হ্যান্ডেলে এই প্রজেক্টের কথা শেয়ার করেন সল্লু মিঞা! জানান, '' আমার আগামী ছবি ঘোষণা করছি... কভি ইদ কভি দিওয়ালি, ২০২১-এর ইদে মুক্তি পাবে... গল্প ও প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালাল, পরিচালক ফারহাদ সামজি।''

  বরাবরই আগাম ছবির ঘোষণা করেন সলমন! ২০১৯-এই চলতি বছরের ইদ রিলিজ 'রাধে'র কথা প্রকাশ্যে এনেছিলেন সলমন খান। দাবাং থ্রি-এর একটি মোশান পোস্টার শেয়ার করে 'রাধে'র কথা ফ্যানেদের জানিয়েছিলেন  খান। ছবির পরিচালক প্রভুদেবা। সলমনের বিপরীতে দিশা পাটানি, মূল প্রতিদ্বন্দী রণদীপদ হূডা।

  Published by:Rukmini Mazumder
  First published: