Home /News /entertainment /
বরফের মধ্যেই চুটিয়ে আদর, ঠোঁটঠাসা চুমু... ভাইরাল মিলিন্দ সোমন আর অঙ্কিতার ঘনিষ্ঠ ভিডিও--

বরফের মধ্যেই চুটিয়ে আদর, ঠোঁটঠাসা চুমু... ভাইরাল মিলিন্দ সোমন আর অঙ্কিতার ঘনিষ্ঠ ভিডিও--

লাদাখের বরফ গলে গেল মিলিন্দ অঙ্কিতার উষ্ণতায়

  • Share this:

    যেদিকে চোখ যায় ধূধূ করছে বরফ, দূরে বরফে মোড়া পাহাড়ের হাতছানি... কিন্তু ১৪০০০ ফিট উচ্চতায়, হাড় হিম করা ঠাণ্ডা হাওয়াও নিমেষে উষ্ণ হয়ে উঠল তাঁদের ঠোঁটঠাসা চুমুতে! লাদাখে প্যাংগং লেক-এর বরফ হয়ে যাওয়া জলও যেন তাঁদের ভালবাসার তাপে গলে যায় আর কী... যাবে নাই বা কেন ? বরফের মধ্যে, প্রকাশ্যে স্ত্রী অঙ্কিতা কোনওয়ারের সঙ্গে ঘনিষ্ঠ হলেন বলিউডের 'এভারগ্রিন ম্যান' মিলিন্দ সোমন। সম্প্রতি স্ত্রীকে সঙ্গে নিয়ে লাদাখে পাড়ি দেন মিলিন্দ সোমন। বরফের মধ্যে অঙ্কিতা আর মিলিন্দের আদরের ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়। দেখুন সেই ভিডিও--

    First published:

    Tags: Ladakh, Milind Soman

    পরবর্তী খবর