corona virus btn
corona virus btn
Loading

সাধুবাদ বলিউডের!‌ পরিচালক রোহিত শেট্টি করোনা যুদ্ধে দান করলেন ৫১ লাখ

সাধুবাদ বলিউডের!‌ পরিচালক রোহিত শেট্টি করোনা যুদ্ধে দান করলেন ৫১ লাখ

বলিউডের প্রায় সুপারস্টার থেকে শুরু করে অনেকেই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ দান করেছেন।

  • Share this:

#‌মুম্বই:‌ চলচ্চিত্র জগতের অসংগঠিত কর্মীদের জন্য ৫১ লক্ষ টাকা দান করলেন রোহিত শেট্টি। ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ সংগঠনকে এই টাকা দান করলেন তিনি। করোনা মোকাবিলায় এখন সিনেমা জগতের বেশিরভাগ কাজ বন্ধ হয়ে পড়ে রয়েছে। যাঁরা দৈনিক টাকা পেতেন, তাঁদের বেশিরভাগ কর্মী এখন প্রায় উপার্জন শূন্য। এর মধ্যেই এই বিপুল পরিমাণ অর্থ দান করলেন রোহিত শেট্টি। সাধুবাদ জানাল বলিউড।

রোহিতের এই অবদানের কথা ট্যুইটারে শেয়ার করলেন আইএফটিডিএর প্রেসিডেন্ট অশোক পণ্ডিত। তিনি একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘‌ধন্যবাদ রোহিত শেট্টি, দৈনিক উপার্জনকারী কর্মীদের প্রতি আপনার সাহায্যর জন্য ধন্যবাদ জানাই। এই সংকটের সময়ে আপনার দান করা এই বিপুল অর্থ অনেক মানুষের মুখে ভাত তুলে দিতে পারবে।’‌

শুধু রোহিত নন, বলিউডের প্রায় সুপারস্টার থেকে শুরু করে অনেকেই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ দান করেছেন। দেশ এখন করোনার বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। আর বাণিজ্য ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় অর্থের একটা সংকট তৈরি হয়েছে। সেই সংকট থেকে মুক্তির জন্য বলিউড বা ক্রিকেট জগত আগাগোড়াই এগিয়ে এসেছে।

First published: March 31, 2020, 7:17 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर