#মুম্বই: বাইকুল্লা জেলে প্রায় ২ মাস কাটিয়ে জামিনে ছাড়া পেয়েছেন বলিউড ড্রাগ মামলায় অভিযুক্ত রিয়া চক্রবর্তী। জেলের চাটাই, ডাল-রুটি-র দিনগুলো ভুলে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে চাইছেন সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা! যে বলিউড তাঁকে একপ্রকার 'নিষিদ্ধ' করে দিয়েছিল, সেই বলিউডের কেউ-কেউ আজকাল তাঁর প্রতি বেশ দয়াশীল! এই যেমন 'রোডিস' খ্যাত রাজীব লক্ষ্মণের বাড়িতে নেমন্তন্ন ছিল রিয়ার।
ছেলে রিদম-এর জন্মদিনে রিয়াকে ডাকতে ভোলেননি রাজীব। রিয়াও এতদিন বাদে ফের পার্টিতে ডাক পেয়ে বেজায় খুশি! ছিমছাম সাজেই হাজির হলেন অনুষ্ঠানে। রাজীবকে জড়িয়ে ধরে বেশকিছু ছবিও তুললেন! কখনও তিনি রাজীবের আলিঙ্গনে, কখনও বা রাজীব মুখ গুঁজেছেন রিয়ার ঘারে...ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে রাজীব ক্যাপশনে লিখেছেন, '' মাই গার্ল''! তিনি ইনস্টাগ্রামে এও লেখেন, '' রিয়া আমার বহুদিনের বন্ধু। ওর সঙ্গে আবার দেখা হয়ে ভীষণ খুশি। ওর ভাল হোক।''
সুশান্ত সিং রাজপুতে মৃত্যুতে রিয়াই নাকি কালপ্রিট৷ জেল থেকে বেরিয়ে সেই অপবাদ এখনও যেন পিছু ছাড়ছে না রিয়ার ৷ অন্যদিকে মুম্বইকে ছেড়ে যেত চাইছেন না তিনি ৷ লড়াকু মনোভাব নিয়েই মুম্বইতেই টিকে থাকতে চাইছেন ৷ আর তাই মুম্বইয়ে থাকার জন্য ভাই শৌভিককে নিয়ে নতুন বাড়ি খুঁজছেন রিয়া চক্রবর্তী ! সম্প্রতি পাপারাৎজির ক্যামেরায় ধরা পড়ল রিয়া ও শৌভিকের হোম হান্টের ভিডিও ৷ আর এই হোম হান্টে গিয়েই পাপারাৎজিদের রীতিমতো ধমক দিলেন রিয়া ৷ ভিডিওতে দেখা গিয়েছে, রিয়ার কুশল জানতে চেয়েছেন পাপারাৎজিরা ৷ তবে রিয়া তাঁদের প্রশ্নের উত্তরে কিচ্ছুটু বলেনি প্রথমে ৷ পরে অবশ্য গাড়ি ওঠার সময়, মুখ ঘুরিয়ে পাপারাৎজিদের বেশ ধমকের স্বরেই বলে উঠলেন, ‘আমাদের পিছু করবে না !’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Rhea Chakraborty