#মুম্বই: দেখতে দেখতে এক বছর কেটে গেল বলিউডের বিখ্যাত অভিনেতা ঋষি কাপুরের (Rishi Kapoor Death Anniversary) মৃত্যুর। স্বামীকে মনে করে এদিন মনের কথা শেয়ার করেছেন অভিনেত্রী ও ঋষি কাপুরের (Rishi Kapoor) স্ত্রী নীতু কাপুর (Neetu Kapoor)। ঋষির সঙ্গে তাঁর একটি সাদা-কালো পুরনো ছবি শেয়ার করে নিজের মনের শূন্যতা ব্যক্ত করেছেন অভিনেত্রী। নীতুর কথায়, 'জীবন চলতে থাকবে, কিন্তু তা কখনওই তোমার সঙ্গে থাকার মতো নয়।'
সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় নীতু। এদিন ইনস্টাগ্রামে ঋষির সঙ্গে তাঁর পুরনো ছবি শেয়ার করে নীতু লিখেছেন, 'সারাটা বছরই দুঃখ ও বেদনায় ভরা কেটেছে, আরও খারাপ কেটেছে কারণ তাঁকে আমরা হারিয়ে ফেলেছি... এমন একটাও দিন নেই যেদিন আমরা তাঁর সঙ্গে আমাদের জীবন কাটানোর কথা শেয়ার করিনি.. কখনও ওঁর জীবনদর্শন, কখনও ওঁর জোকস, কখনও ওঁর নানা গল্প।' এরই সঙ্গে নীতু আরও লিখেছেন, 'মুখে হাসি নিয়ে গোটা বছরটা আমরা কাটিয়ে ফেলেছি। জীবন চলতেই থাকবে, তবে তোমার সঙ্গে যেমন ছিল তেমন কখনওই হবে না।'
View this post on Instagram
১৯৭৪ সালে 'জেহরিলা ইনসান' ছবির সেটে প্রথম দেখা হয়েছিল নীতু সিং ও ঋষি কাপুরের। ১৯৮০ সালে তাঁরা বিয়ে করেছিলেন। বলিউডে একাধিক ছবিতে তাঁরা একসঙ্গে অভিনয় করেছেন। তালিকায় রয়েছে খেল খেল মে, রফু চক্কর, কভি কভি, অমর আকবর অ্যান্টনি, দুনিয়া মে জব ম্যায় ও জিন্দা দিল-এর মতো আরও একাধিক। বিয়ের পর তাঁরা একসঙ্গে কাজ করেছেন দো দুনি চার, জব তক হ্যায় জান, লভ আজ কাল ও বেশারাম। বেশারাম ছবিতে রণবীর কাপুরও ছিলেন।
৬৭ বছর বয়সে গত বছর এপ্রিলের ৩০ তারিখ মুম্বইয়ের হাসপাতালে মৃত্যু হয়েছিল ঋষি কাপুরের। তিনি ক্যান্সারে ভুগছিলেন এবং নিউ ইয়র্কে গিয়ে প্রায় তিন বছর চিকিৎসা করিয়েছিলেন। ২০১৯ সালের সেপ্টেম্বরে তিনি দেশে ফিরে এসেছিলেন। ২০১৯ সালে 'দ্য বডি' নামে একটি ওয়েব মুভিতেও কাজ করেছিলেন অভিনেতা। এর পর দীপিকা পাড়ুকোনের সঙ্গে 'দ্য ইন্টার্ন' ছবিতে কাজ করার কথা ছিল তাঁর। তবে ঋষির প্রয়াণের পর এই ছবিতে এবার দেখা যাবে অমিতাভ বচ্চনকে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Neetu kapoor, Ranbir Kapoor, Rishi Kapoor