Home /News /entertainment /
কাপুর খানদানে নতুন ট্যালেন্ট, এর গানেই মুগ্ধ সকলে

কাপুর খানদানে নতুন ট্যালেন্ট, এর গানেই মুগ্ধ সকলে

Photo Courtesy: Instagram Handle/Neetu Kapoor

Photo Courtesy: Instagram Handle/Neetu Kapoor

কাপুর পরিবারের রক্ত তার শরীরে৷ ট্যালেন্ট যে থাকবেই, সেটা তো জানাই ছিল৷ এবার প্রমাণ হল৷ আবারও কাপুর পরিবারের এক সদস্যের প্রতিভার খোঁজ মিলল৷ বয়স ছোট, কিন্তু ট্যালেন্টে অনেকের থেকেই এগিয়ে সামারা৷

 • Share this:

  #মুম্বই: কাপুর পরিবারের রক্ত তার শরীরে৷ ট্যালেন্ট যে থাকবেই, সেটা তো জানাই ছিল৷ এবার প্রমাণ হল৷ আবারও কাপুর পরিবারের এক সদস্যের প্রতিভার খোঁজ মিলল৷ বয়স ছোট, কিন্তু ট্যালেন্টে অনেকের থেকেই এগিয়ে সামারা৷ ঋষি কাপুর ও নীতু সিং কাপুরের মেয়ে ঋদ্ধিমার মেয়ে সামারা৷

  ছোট থেকেই গান বাজনার ওপর বেশ ঝোঁক৷ কিন্তু যত বড় হচ্ছে ততই যেন প্রতিভাও বিকশিত হচ্ছে৷ সিক্রেট সুপারস্টার ছবি গান নাচদি ফিরা বেশ গাইছে সে৷ তার গানে মুগ্ধ দিদামা নীতু নিজেই সেই গানের ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়৷ ছবিতে গানটি গেয়েছে মেঘনা মিশ্রা৷ মেঘনার বয়স ১৬৷ তার থেকে অনেক ছোট সামারা ঠিক সুরে, কথায় উদার গালায় গানটি গেয়ে মন ভোলাচ্ছে নেটিজেনদের৷ তাতেই গর্বিত দাদু দিদিমা৷

  Wat to do with her#samstories

  A post shared by neetu Kapoor. Fightingfyt (@neetu54) on

  তাহলে কি এবার কাপুর বংশ থেকে আসতে চলেছে আরও এক ট্যালেন্টেড স্টার৷ তবে এবার অভিনয় নয়, গায়িকাই পেতে চলেছে ইন্ডাস্ট্রি৷
  My chota sa secret superstar A post shared by neetu Kapoor. Fightingfyt (@neetu54) on
  ছোট সামারার গলায় শুনুন সেই গান....
  First published:

  Tags: Kapoor grand daughter, Neetu kapoor, Ranbir Kapoor, Rishi Kapoor

  পরবর্তী খবর