Home /News /entertainment /
রণবীরের সন্তানদের সঙ্গে খেলতে চাই, মুখ খুললেন ঋষি কাপুর

রণবীরের সন্তানদের সঙ্গে খেলতে চাই, মুখ খুললেন ঋষি কাপুর

ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷

ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷

রণবীর কাপুর আর আলিয়া ভাট ৷ তাঁদের সম্পর্ক তো এখন ওপেন সিক্রেট ৷ মুখে যদিও কুলুপ এঁটেছেন দুই তারকা ৷ সম্পর্ক নিয়ে এই মুহূর্তে ‘স্পিকটি নট’ দু’জন ৷ কিন্তু নিন্দুকরা এক ইঞ্চি জমি ছাড়ছেন না বিনা যুদ্ধে ৷ একসঙ্গে হলিডে থেকে ডিনার, ডেটিং থেকে শুটিং...সবটার উপরেই থাকছে কড়া নজর ৷

আরও পড়ুন...
 • Share this:

  #মুম্বই: রণবীর কাপুর আর আলিয়া ভাট ৷ তাঁদের সম্পর্ক তো এখন ওপেন সিক্রেট ৷ মুখে যদিও কুলুপ এঁটেছেন দুই তারকা ৷ সম্পর্ক নিয়ে এই মুহূর্তে ‘স্পিকটি নট’ দু’জন ৷ কিন্তু নিন্দুকরা এক ইঞ্চি জমি ছাড়ছেন না বিনা যুদ্ধে ৷ একসঙ্গে হলিডে থেকে ডিনার, ডেটিং থেকে শুটিং...সবটার উপরেই থাকছে কড়া নজর ৷ আর এই রটনায় ঘি দিচ্ছেন দুই পরিবারের অভিভাবকরাও ৷ বেশ বোঝা যাচ্ছে হবু বৌমা আর জামাইকে বেশ মনে ধরেছে কাপুর আর ভাট পরিবারের সকলেরই ৷ ফলে একে অপরের ছবিতে লাইক, কমেন্ট, একসঙ্গে আউটিং সবটাই হচ্ছে জমিয়ে ৷ এর মধ্যেই আবার ছেলের সম্পর্ক নিয়ে মুখ খুললেন স্বয়ং ঋষি কাপুর ৷

  আরও পড়ুন: কী উদ্দেশ্যে সলমনকে আগুনের মুখে ঠেলে দিলেন পরিচালক ?

  ক্যানডিড মোমেন্ট ৷ ছবি: ট্যুইটারের সৌজন্যে ৷ ক্যানডিড মোমেন্ট ৷ ছবি: ট্যুইটারের সৌজন্যে ৷

  সম্প্রতি ‘মিড ডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে ঋষি বলেন, এটাই রণবীরের বিয়ে করে নেওয়ার জন্য আদর্শ সময় ৷ তিনি ২৭ বছর বয়সে নিতু কাপুরকে বিয়ে করেছিলেন ৷ রণবীর এখন ৩৫ ৷ তাই ঋষি নাকি চেলেকেও বিয়ের ব্যাপারে বলেছেন ৷ এমনকী ছেলে যাঁকেই পছন্দ করুক না কেন তাঁরা যে কোনও বাধ দেবেন না সে কথাও জানিয়েছেন প্রাক্তন এই জনপ্রিয় অভিনেতা ৷ তবে রণবীরকে তাড়াতাড়ি বিয়ে করে নিতে বলার আরও একটি কারণ রয়েছে ৷ মরে যাওয়ার আগে নাতি-নাতনিদের সঙ্গে খেলতে চান ঋষি, আর সেজন্যই ছেলের বিয়ে দিতে এতটা ইচ্ছুক তিনি ৷ তবে রণবীর-আলিয়া নিযে আলাদা করে প্রশ্ন করা হলে ঋষি বলেন, ‘‘যো হ্যায়, ও হ্যায় ৷ সবকো পাতা হ্যায় ৷ আই ডোন্ট নিড টু সে এনিথিং মোর ৷’

  First published:

  Tags: Alia Bhatt, Ranbir Kapoor, Relationship, Rishi Kapoor

  পরবর্তী খবর