#মুম্বই: সুশান্তের মৃত্যুর প্রায় তিন মাসের মাথায় প্রথম মিডিয়ায় মুখ খুলেছেন এই মামলায় প্রধান অভিযুক্ত রিয়া চক্রবর্তী । গত বৃহস্পতিবার একটি জাতীয় সংবাদমাধ্যমে প্রথম সাক্ষাৎকার দিয়েছেন ‘জলেবি’ নায়িকা ।
গোটা দেশ যখন তাঁর বিরুদ্ধে গর্জে উঠছে ঠিক সেই সময় মিডিয়ার সামনে একাধিক অভিযোগ ও পাল্টা অভিযোগ গুছিয়ে বলেছেন প্রয়াত নায়কের প্রেমিকা রিয়া । সেই সাক্ষাৎকারেই রিয়ার দাবি, তিনি ও সুশান্ত, মুম্বইয়ের খারে একটি ফ্ল্যাট কিনেছিলেন । যার মাসিক কিস্তি ১৭ হাজার টাকা করে দিতে হয় । এই অবস্থায় তিনি ভেবে পাচ্ছেন না, কী করে ওই কিস্তি শোধ করবেন তিনি । তাঁর ভবিষ্যৎ যে একেবারেই শেষ হয়ে গিয়েছে, তা ভেবেই আশঙ্কিত হচ্ছেন নায়িকা ।
You are worried about how you will be paying 17,000 in EMI, please tell me how are you paying the most expensive lawyer of India you have hired?? #RheaTheLiar pic.twitter.com/ulGTWjnW5I
— shweta singh kirti (@shwetasinghkirt) August 28, 2020
এই ভিডিওটি ট্যুইটারে পোস্ট করে সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি বলেন, যাঁর ১৭ হাজার টাকা মাসিক কিস্তি দেওয়ার ক্ষমতা নেই, তিনি কী করে দেশের সবচেয়ে ব্যয়বহুল আইনজীবী’কে নিয়োগ করলেন?
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।