হোম /খবর /বিনোদন /
EMI-এর ১৭ হাজার টাকা নেই, সবচেয়ে ব্যয়বহুল আইনজীবী’কে কী করে নিয়োগ করলেন রিয়া?

EMI-এর ১৭ হাজার টাকা নেই, সবচেয়ে ব্যয়বহুল আইনজীবী’কে কী করে নিয়োগ করলেন রিয়া?

রিয়ার দাবি, তিনি ফ্ল্যাটের ১৭ হাজার টাকা মাসিক কিস্তি দিতে পারছেন না। কারণ তাঁর কেরিয়ার শেষ হয়ে গিয়েছে । কিন্তু দেশের সেরা আইনজীবীকে নিয়োগ করেছেন নায়িকা।

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: সুশান্তের মৃত্যুর প্রায় তিন মাসের মাথায় প্রথম মিডিয়ায় মুখ খুলেছেন এই মামলায় প্রধান অভিযুক্ত রিয়া চক্রবর্তী । গত বৃহস্পতিবার একটি জাতীয় সংবাদমাধ্যমে প্রথম সাক্ষাৎকার দিয়েছেন ‘জলেবি’ নায়িকা ।

গোটা দেশ যখন তাঁর বিরুদ্ধে গর্জে উঠছে ঠিক সেই সময় মিডিয়ার সামনে একাধিক অভিযোগ ও পাল্টা অভিযোগ গুছিয়ে বলেছেন প্রয়াত নায়কের প্রেমিকা রিয়া । সেই সাক্ষাৎকারেই রিয়ার দাবি, তিনি ও সুশান্ত, মুম্বইয়ের খারে একটি ফ্ল্যাট কিনেছিলেন । যার মাসিক কিস্তি ১৭ হাজার টাকা করে দিতে হয় । এই অবস্থায় তিনি ভেবে পাচ্ছেন না, কী করে ওই কিস্তি শোধ করবেন তিনি । তাঁর ভবিষ্যৎ যে একেবারেই শেষ হয়ে গিয়েছে, তা ভেবেই আশঙ্কিত হচ্ছেন নায়িকা ।

এই ভিডিওটি ট্যুইটারে পোস্ট করে সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি বলেন, যাঁর ১৭ হাজার টাকা মাসিক কিস্তি দেওয়ার ক্ষমতা নেই, তিনি কী করে দেশের সবচেয়ে ব্যয়বহুল আইনজীবী’কে নিয়োগ করলেন?

Published by:Simli Raha
First published:

Tags: Rhea Chakraborty, Sushant singh Rajput