#মুম্বই: মাত্র ৩৪ বছর বয়সে চলে গেলেন বলিটাউনের 'কেদারনাথ' সুশান্ত সিং রাজপুত। বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেতার ঝুলন্ত দেহ। যে অবসাদ ধীরে ধীরে গিলে খাচ্ছিল তরতাজা প্রাণটাকে, মনের ভেতর যে উথালপাথাল যুদ্ধটা চলছিল, সেটা যে কতটা বিধ্বংসী হতে পারে, তার আঁচ পরিবার বা বন্ধুবান্ধব, কেউ-ই করতে পারেননি!
কিন্তু কেন দানা বেঁধেছিল অবসাদ ? হতাশা ? কেরিয়ারের সমস্যা না ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন ? সঠিক উত্তরটা নেই কারও কাছেই! নানা মুণির নানা মত! সুশান্তের মৃত্যুর পর ১ মাসের বেশি সময় কেটে গিয়েছে। জোরকদমে তদন্ত চলছে মুম্বই পুলিশের, জিজ্ঞাসাবাদ করছেন অভিনেতার কাছের বন্ধু-বান্ধব, পরিবারের সদস্য, সহ-কর্মী, বলিউডের হেভিওয়েটদের। তবু এখনও পর্যন্ত কোনও নির্দিষ্ট উপসংহারে আসতে পারেনি মুম্বই পুলিশ।
সুশান্তের অনুরাগীরা বহুবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দাবি রাখেন, অভিনেতার মৃত্যুর তদন্ত মুম্বই পুলিশের কাছ থেকে নিয়ে সিবিআই অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে দেওয়া হোক। এবার সেই সুরেই কথা বললেন সুশান্তের চর্চিত গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তী! তিনি সোশ্যাল মিডিয়ায় সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্ত চেয়ে আবেদন জানান ।
রিয়া লেখেন, ' শ্রদ্ধেয় অমিত শাহ স্যার, আমি সুশান্ত সিং রাজপুতের গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তী। ওর আচমকা মৃত্যুর পর এক মাসের বেশি সময় কেটে গিয়েছে। আমার সরকারের উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। তবু বিচারের স্বার্থে আপনার কাছে হাত জোর করে সিবিআই তদন্তের অনুরোধ করছি। আমি শুধু বুঝতে চাই, কোন চাপে পড়ে সুশান্ত এহেন একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল। আপনার অনুগত রিয়া চক্রবর্তী।'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sushant singh Rajput