#মুম্বই: বলিউডে নেপোটিজম বা স্বজনপোষণ বিতর্কে কিংবদন্তী অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এআর রহমানের পর এবার মুখ খুললেন অস্কারজয়ী সাউন্ড ডিজাইনার রেসুল পুকুট্টি। ড্যানি বয়েলের ছবি স্লামডগ মিলিয়নেয়ার-এর জন্য অস্কার জিতেছিলেন রেসুল। তাঁর অভিযোগ, '' অস্কার পাওয়ার পর বলিউডে প্রায় কোনও কাজ পাইনি বললেই চলে, পেলেও তা খুবই সামান্য!'' স্লামডগ মিলিয়নেয়ারে রিচার্ড প্রাইক ও ইয়ান ট্যাপের সঙ্গে যৌথভাবে অস্কার জিতেছিলেন রেসুল পুকুট্টি।
এরআগে স্বজনপোষণ নিয়ে সরব হন এআর রহমান। তাঁর অভিযোগ ছিল, ‘আমি বলিউডে কোণঠাসা', তিনি এও জানান, ‘ আমি কখনওই ভাল ছবিতে কাজ করার অফারে না বলি না ৷ কিন্তু আমার মনে হয় কোনও গ্যাং বা দল রয়েছে, যারা ভুল বোঝাবুঝি তৈরি করছে, মিথ্যে গুজব ছড়াচ্ছে ৷ ’’ রহমানের অভিযোগকে সমর্থন করে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন প্রখ্যাত চিত্র নির্মাতা শেখর কাপুর। তাঁরই ট্যুইটের জবাব দিয়ে রেসুল ট্যুইট করেন, 'প্রিয় শেখর কাপুর, এ'ব্যাপারে আমায় জিজ্ঞেস করুন। আমি একেবারে ভেঙে পড়েছিলাম, অস্কার জেতার পর হিন্দি ছবিতে কেউ কাজ দিচ্ছিল না। কিন্তু আঞ্চলিক ছবি আমার পাশে ছিল। ওরাই আমায় শক্ত করে ধরে রাখে। মুম্বইয়ে এমনও প্রোডাকশন হাউজ রয়েছে, যারা আমায় মুখের উপর বলে দেয়, ' আমাদের আপনার প্রয়োজন নেই!' তবু এখনও আমি আমার ইন্ডাস্ট্রিকে ভালোবাসি।'
Dear @shekharkapur ask me about it, I had gone through near breakdown as nobody was giving me work in Hindi films and regional cinema held me tight after I won the Oscar... There were production houses told me at my face ”we don’t need you” but still I love my industry,for it.... https://t.co/j5CMNWDqqr
রেসুল টভুইটারের থ্রেডে এও লেখেন, ' হাতে গোনা কয়েকজন আমার উপর বিশ্বাস রেখেছিলেন, আজও রাখেন। আমি খুব সহজেই হলিউডে শিফট করে যেতে পারতাম, কিন্তু যাইনি, যাবও না। ভারতে আমার কাজই আমায় অস্কার জিতিয়েছে। ৬ বার #MPSE-তে মনোনীত হয়েছি, জিতেওছি, আবারও সেই সমস্ত কাজের জন্য যা আমি এখানে করেছি। সবসময়ই এমন মানুষ থাকবে যারা আপনাকে নীচু করতে চাইবে, কিন্তু নিজের লোকেদের প্রতি আমার সবথেকে বেশি বিশ্বাস।''
তিনি 'অস্কার কার্স'-এর প্রসঙ্গও তুলে ধরেন। লেখেন, '' পরে যখন অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের সদস্য, আমার অন্যান্য বন্ধুদের সঙ্গে এ'বিষয়ে কথা বলেছি, তাঁরা আমায় 'অস্কার অভিশাপ'-এর কথা বলেন। এর সম্মুখীন সবাইকেই হতে হয়েছে। আমি তো এই বিষয়টা খুব উপভোগ করি---আপনি বিশ্বে সবার উপরে, তাও মানুষে আপনাকে রিজেক্ট করছে। এটা সবথেকে বড় রিয়েলিটি চেক।''