#মুম্বই: তিনি বরাবরই সাহসী, তিনি বরাবরই ছকভাঙা! বলিটাউনের অল টাইম 'এভারগ্রিন' নায়িকা রেখা! তাঁকে নিয়ে হাজারো বিতর্ক রয়েছে, সমালোচনাও কিছু কম হয়নি, এখনও জারি তার রেশ! কিন্তু একটা কথা তাঁর চরম নিন্দুকেরাও স্বীকার করেন, রেখাকে অপছন্দ করা যায়, উপেক্ষা নয়! নায়িকার অদম্য ক্রেজ এমনই!
ইদানীং 'ভাইরাল'-এর যুগ চলছে! সোশ্যাল মিডিয়ার দৌলতে খুব সহজেই মানুষের কাছে পৌঁছিয়ে যায় নানা ধরনের কনটেন্ট! ভিউ, শেয়ার বা লাইকের উপর নির্ভর করে কনটেন্ট-টি কতখানি 'হিট' বা 'ভাইরাল' হল! প্রায় প্রতিদিনই হাজারও নায়ক-নায়িকার ভিডিও ভাইরাল হচ্ছে! কিন্তু এই প্রজন্মের নায়িকাদের বলে বলে গোল মেরে নেট দুনিয়ায় ঘুরে ফিরে এলেন সেই রেখা-ই! অনেকটাই পরিণত বয়সে হাঁটুর বয়সি হিরোর সঙ্গে স্নানের দৃশ্য শ্যুট করেছিলেন অভিনেত্রী।
দেখে নিন সেই ভাইরাল ভিডিও--