#মুম্বই: ডিজিটাল দুনিয়ায় অভিষেক করতে চলেছেন অভিনেতা অক্ষয় খান্না (Akshaye Khanna) ও রবিনা ট্যান্ডন (Raveena Tandon)। ওয়েব সিরিজ 'লেগাসি' (Legacy) দিয়ে ডিজিটাল দুনিয়ায় পা রাখতে চলেছেন দুই অভিনেতা। এই প্রথম একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন অক্ষয় খান্না ও রবিনা ট্যান্ডন। ২০০৩ সালে LOC: কার্গিল ছবিতে কাজ করলেও, একসঙ্গে কোনও দৃশ্যে তাঁরা ছিলেন না। 'লেগাসি' ছবির পরিচালক বিজয় গুট্টে। গুডি পাড়ওয়ার শুভদিনে রবিনা ট্যান্ডেন সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করেছেন।
ইনস্টাগ্রামে ছবির খবরের কথা শেয়ার করে রবিনা লিখেছেন, 'আপনাদের সবাইকে গুডি পাড়ওয়া, ছেতি চান্দ, চৈত্র নবরাতি ও রামাদানের শুভেচ্ছা জানাচ্ছি। একইসঙ্গে খুব খুশি আমার নতুন ওয়েব সিরিজ লেগাসি নিয়ে। প্রথমবার অক্ষয় খান্নার সঙ্গে স্ক্রিন শেয়ার করব। পরিচালনা করবেন বিজয় গুট্টে। প্রযোজনায় আফটার স্টুডিওজ, এএ ফিল্মস ও সানি বক্সি।'
View this post on Instagram
'লেগাসি' ওয়েব সিরিজের মাধ্যমে ডিজিটাল দুনিয়ায় পা রাখতে চলেছেন অক্ষয় খান্না। তিনি একটি বিবৃতিতে জানিয়েছেন, 'ছবির তুলনায় ওয়েব সিরিজ একটা অন্য ধরনের অভিজ্ঞতা হতে চলেছে। আমি এটা নিয়ে দারুণ উচ্ছ্বসিত। আমি গর্বিত যে লেগাসির মতো একটা ওয়েব সিরিজে কাজ করতে চলেছি।'
'লেগাসি' পরিচালক বিজয় গুট্টের সঙ্গে অক্ষয় খান্নার দ্বিতীয় কাজ। এর আগে ২০১৯ সালে রাজনৈতিক ড্রামা 'দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার'-এ কাজ করেছিলেন অক্ষয় খান্না। তিনি বলেছেন, 'আমি অক্ষয় খান্না ও রবিনা ট্যান্ডনের সঙ্গে কাজ করতে পেরে দারুণ উচ্ছ্বসিত। একটা দারুণ শত্রুতার কাহিনির জন্য এই ট্যালেন্ট পাওয়ারহাউজেরা কাজে লাগবেন।'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।