corona virus btn
corona virus btn
Loading

চুটিয়ে চুমু...অনস্ক্রিন নায়ককে চুমু ! দৃশ্য দেখে নায়িকার সঙ্গে বিয়ে ভাঙলেন এই অভিনেতা

চুটিয়ে চুমু...অনস্ক্রিন নায়ককে চুমু !  দৃশ্য দেখে নায়িকার সঙ্গে বিয়ে ভাঙলেন এই অভিনেতা
photo source collected
  • Share this:

#মুম্বই: সাউথের সিনেমায় এখন একটাই নাম বিজয় দেভরকোন্ডা। 'অর্জুন রেড্ডি' সুপারহিট হওয়ার পর থেকে একের পর এক কাজ এখন এই সুপারস্টারের ঘরে। সামনেই রিলিজ করবে বিজয় অভিনীত ছবি 'ডিয়ার কমরেডস'। সেই ছবির ট্রেলর সামনে আসতেই ঘটে গেল বিপত্তি।

এই ছবির নায়িকা রশ্মিকা মান্দানার সঙ্গে বিজয়ের একটা চুমুর দৃশ্য রয়েছে। সেই দৃশ্য সামনে আসতেই ঘটে গেল বিপদ। এই ছবি করার কয়েকদিন আগেই কন্নর অভিনেতা রাকেশ শেট্টির সঙ্গে আংটি বদল হয়েছিল এই অভিনেত্রীর। কিন্তু ছবির ট্রেলারে তাঁর হবু বউকে ওই ভাবে চুমু খেতে দেখে বিয়ে ভেঙে দিলেন রাকেশ। যদিও এ ব্যাপারে এখনও সরাসরি তাঁরা মিডিয়াকে কিছু জানাননি। তবে গোপনসূত্রে জানা যাচ্ছে তাঁদের বিয়েটা এই কারণেই ভেঙে গিয়েছে। রশ্মিকার আগে এই ছবিতে কাজ করার কথা ছিল সাই পল্লবীর এই ছবি করার কথা ছিল। কিন্তু তিনি বিজয়ের সঙ্গে অনস্ক্রিন চুমু খাবেন না বলায়, কাজটা তিনি পান না। তবে এই ছবি করতে গিয়ে যে রশ্মিকার বিয়ে ভেঙে যেতে পারে তা তিনি স্বপ্নেও ভাবেননি।

দেখেনিন সেই বিখ্যাত ছবির ট্রেলর ! এবং সেই বিতর্কিত চুমু---

First published: July 18, 2019, 5:24 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर