corona virus btn
corona virus btn
Loading

বাড়ির কাজে পটু দীপিকা নন, রণবীর সিং ! লকডাউনে একাই সামলালেন সমস্ত ঘরের কাজ !

বাড়ির কাজে পটু দীপিকা নন, রণবীর সিং ! লকডাউনে একাই সামলালেন সমস্ত ঘরের কাজ !
photo source collected

তিনি ওয়াশিং মেশিনে নিজের ও বাড়ির লোকের জামা কাপড় কাঁচছেন।

  • Share this:

#মুম্বই: লকডাউনে গৃহবন্দি রণবীর সিং ও দীপিকা। যদিও লকডাউন হালকা হতেই টলিপাড়ায় শ্যুটিং শুরু হয়েছে। বলিউডেও নিয়ম মেনে কাজ শুরু হবে। কিন্তু আপাতত নিজেদের সুরক্ষার জন্যই যতটা সম্ভব ঘরে থাকছেন সকলে। তবে শুধু ঘরে থাকলেই হবে না করতে হবে কাজও। এই সময় ঘরের যারা পরিচারিকার কাজ করেন তাঁদেরকেও সুরক্ষার জন্য বেতন-সহ ছুটি দেওয়া হয়েছে। তাই ঘরের কাজও সেলেবদের নিজেদেরই করতে হচ্ছে। শিল্পা শেঠি, ক্যাটরিনা কাইফ, জারিন খান, রিতেশ দেশমুখ সকলেই নিজের নিজের কাজ করছেন বাড়িতে। এবার এই লিস্টে নাম লেখালেন রণবীর সিংও।

সোশ্যাল মিডিয়ায় রণবীর একটি পোস্ট করেছেন। সেখানে তিনি ওয়াশিং মেশিনে নিজের ও বাড়ির লোকের জামা কাপড় কাঁচছেন। একটি ছবি শেয়ার করে রণবীর ইনস্টাগ্রামে লেখেন, " বাড়িতে একসঙ্গে থাকা মানে অনেক কিছু শেয়ার করা। কাজের ভাগও নিতে হবে। কেউ একা কেন বাড়ির সব কাজ করবে ? আমারা সকলে একটু ভাগ করে নিলেই কাজ কমে যায়। আমি প্রত্যেক বাড়ির সব বাবা, ছেলে, ও স্বামীদের  উৎসাহিত করতে চাই।"

Published by: Piya Banerjee
First published: June 12, 2020, 7:10 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर