corona virus btn
corona virus btn
Loading

'খলিবলি' গানে ছোট্ট মেয়ের সঙ্গে রণবীরের ফাটাফাটি নাচ, নিমেষে ভাইরাল ভিডিও--

'খলিবলি' গানে ছোট্ট মেয়ের সঙ্গে রণবীরের ফাটাফাটি নাচ, নিমেষে ভাইরাল ভিডিও--

দেখুন একরত্তি খুদের সঙ্গে রণবীরের ফাটাফাটি নাচের ভিডিও--

  • Share this:

#মুম্বই:আপনি রণবীর সিং-এর ফ্যান হন আর নাই হন, 'খলিবলি' মিস করেননি! করা সম্ভবও নয়! 'পদ্মাবৎ'-এর সবথেকে জনপ্রিয় গান... মুক্তির দিন থেকে আজ, 'খলিবলি' নিয়ে উন্মাদনা তুঙ্গে ! পাগলপাড়া গান সঙ্গে রণবীর ওরফে আলাউদ্দিন খলজির তুমুল নাচ! একবছর পেরিয়ে গিয়েছে, তবু আজও 'খলিবলি ম্যাজিক' এতটুকু ফিকে হয়নি!

সম্প্রতি নেট দুনিয়ায় ঝড় তুলেছে 'খলিবলি'-র একটা নয়া ভিডিও! হাঁটু গেড়ে বসে একরত্তি মেয়ের সঙ্গে 'খলিবলি' নাচছেন 'বাজিরাও'। ভিডিওতে দেখা যায়, প্রিয় অভিনেতারর নাচ দেখে আবার খানিক লজ্জাও পেয়ে যায় বাচ্চা মেয়েটি। রণবীরও হাসিতে লুটিয়ে পড়েন, মেয়েটির হাতে চুমু খান। আসরে রণবীরকে জড়িয়ে ধরে মেয়েটি! মনছুঁয়ে যাওয়া ভিডিওটির প্রশংসায় নেটিজেনরা। নেট দুনিয়ায় শেয়ার হতেই নিমেষে ভাইরাল।

দেখুন সেই ভিডিও--

পুরো খবর পড়ুন
अगली ख़बर