#মুম্বই: এই তো সবে দেড় বছর আগে বিয়ে হয়েছে। এখনও ইন্ডাস্ট্রির হট ফেভারিট কাপল দীপিকা আর রণবীর । তাঁদের কেমিষ্ট্রিও নজরকাড়া । তাঁদের প্রতিদিনের লেগ পুলিং, রোম্যান্স, কেয়ার সবটাই ভক্তদের দারুণ পছন্দের। হঠাৎ কী এমন হল যাতে দীপিকার বিরুদ্ধে এত ক্ষোভ জমল ডিয়ার হাজব্যান্ডের মনে? আসল ঘটনাটা একটু অন্য। সম্প্রতি অনুপমা চোপড়ার সঙ্গে একটি সাক্ষাৎকারে দীপিকা বলেন, রণবীরের অনেক অভিযোগ রয়েছে তাঁর প্রতি। তার একটাই কারণ । সেটা হল দীপিকা কোনও জায়গায় একেবারেই চুপ করে বসে থাকতে পারেন না । আর তা নিয়েই অভিযোগ রণবীরের । সে কথা নায়ক প্রকাশ করে দেন ফ্যামিলি হোয়াটসঅ্যাপ গ্রুপে । দীপিকা জানান, কিছুদিন আগেই তিনি ঘর পরিষ্কার করতে গিয়ে পিঠে চোট পেয়েছেন । কিন্তু তা সত্ত্বেও এক জায়গায় বসেন না তিনি। অভিনেত্রীর দাবি, তাঁর মায়ের নাকি একই অভিযোগ ছিল। কিন্তু কী করে কিছু না করে চুপ করে এক জায়গায় বসে থাকা যায়, সেটাই নাকি বুঝতে পারেন না দীপস! বর্তমানে করোনা রুখতে দেশ জুড়ে চলছে লকডাউন। ফলে বন্ধ সিনেমা, সিরিয়ালের শ্যুটিংও । এই সময়টা নিজেদের মতো করে কাটাচ্ছেন সেলেবরা । দীপিকাওকম যান না । সারাদিনই রান্না, জিম এসব নিয়েই ব্যস্ত থাকেন । সে সব ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি ।
View this post on InstagramSeason 1:Episode 8 COOK.EAT.SLEEP.REPEAT. Productivity in the time of COVID-19!
View this post on InstagramSeason 1:Episode 4 Two Two...ChaChaCha Productivity in the time of COVID-19! #exercise
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Deepika padukone, Ranveer Singh