• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • প্রকাশ্যে চুমু খেলেন রণবীর, দীপিকা ! দেখুন ভিডিও

প্রকাশ্যে চুমু খেলেন রণবীর, দীপিকা ! দেখুন ভিডিও

Ranveer Singh, Deepika

Ranveer Singh, Deepika

 • Share this:

  #মুম্বই: তাঁদের প্রেম নিয়ে নানা গুঞ্জন! জল্পনা-কল্পনার পাহাড় আকাশ ছুঁয়েছে! তাঁরা প্রকাশ্যে ঘুরে বেড়ান, একান্তে সময় কাটান, বিদেশে বেড়াতে যান! এবার প্রকাশ্যে চুমুও খেয়ে বসলেন! হ্যাঁ, রণবীর সিং আর দীপিকা পাড়ুকোণের কথাই বলছি!

  সদ্য ফ্লোরিডা থেকে 'গরমাগরম' ছুটি কাটিয়ে ফিরেছেন । বিমানবন্দরে পা দিতে না দিতেই জোঁকের মতো ছেঁকে ধরল পাপারাৎজির দল! কী আর করা যাবে? হাসিমুখে পোজ দিলেন! কিন্তু তারপর?

  চমকে গেল পাপারাৎজি ব্রিগেড! থমকে গেল আসপাশে ভিড় করে থাকা মানুষজন! এ কী দেখছেন? প্রকাশ্যে দীপিকাকে চুমু খেলেন রণবীর! যদিও এহেন চুমুর পোশাকি নাম ' ‘বাই বাই কিস’ ! আর সেই 'কিস'-এর পর, চটপট আলাদা গাড়িতে উঠে পড়লেন রণবীর, দীপিকা।

  দেখুন সেই ভিডিও...

  শোনা যাচ্ছে, এই বছরের অক্টোবর মাসে বিয়ে করছেন দীপিকা, রণবীর! ইতালির লেক কোমোতে বসবে বিয়ের আসর। যদিও, রণবীর সিং বা দীপিকার পরিবারের তরফে এ বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করা হয়নি। এ'বছর জানুয়ারি মাসে মালদ্বীপে বেড়াতে গিয়ে দীপিকাকে বিয়ের প্রস্তাব দেন রণবীর সিং। সেখানেই নাকি দু’জন আংটি বদলও সেরে ফেলেন। এদিকে রণবীর সিং এবং দীপিকা পাডুকনের মত এবার নিজেদের সম্পর্ককে ক্রমশ প্রকাশ্যে আনছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাটও।

  নিককে পছন্দ করার মতো কিছু জানিনা, মেয়ের বিয়ে নিয়ে বিস্ফোরক প্রিয়াঙ্কার মা

  First published: