#মুম্বই: প্রায় এক বছর পিছনোর পর, অবশেষ রণবীর সিং (Ranveer Singh) অভিনীত স্পোর্টস ড্রামা 83 মুক্তির দিন চূড়ান্ত হল৷ কবীর খানের (Kabir Khan) নির্দেশনায় ভারতের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়ের গল্প ফুটে উঠবে বড় পর্দায়৷ কপিল দেবের (Kapil Dev) ভূমিকায় অভিনয় করছেন রণবীর৷ কপিলের স্ত্রীর রোমি দেবের (Romi Dev) ভূমিকায় রণবীরের স্ত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)৷ আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবি৷ শুক্রবার ইনস্টাগ্রামে ছবির পোস্টার পোস্ট করে 83 মুক্তির তারিখ ঘোষণা করে দিলেন রণবীর৷ এর সঙ্গে এও জানিয়ে দিলেন যে, হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, কন্নড় ও মালয়লমেও মুক্তি পাবে এই ছবি৷
View this post on Instagram
ভারতে করোনা থাবা না বসালে গতবছর ১০ এপ্রিলেই মুক্তি পেয়ে যেত 83৷ কিন্তু মহামারির জন্যই মুক্তি পেতে দেরি হল৷ প্রথমে জানা যাচ্ছিল যে একটি ওটিটি প্ল্যাটফর্ম ১৪৩ কোটি টাকায় এই ছবি কিনে নিতে চেয়েছিল৷ কিন্তু পরে রিলায়েন্স এন্টারটেন্টমেন্ট (Reliance Entertainment) গ্রুপ সিইও শিবাশিস সরকার সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, "এই খবরের কোনও সত্যতা নেই৷ ছবির প্রযোজক থেকে শুরু করে নির্মাতা সকলেই চেয়েছেন কয়েক মাসের মধ্যে থ্রিয়েট্রিকাল রিলিজ হোক৷ আর সেটাই হচ্ছে৷"
ছবিতে তাহির রাজ ভাসিন (Tahir Raj Bhasin) কে দেখা যাবে সুনীল গাভাস্করের (Sunil Gavaskar) ভূমিকায়, সাকিব সালিম (Saqib Saleem) হয়েছেন মহিন্দর অমরানথ (Mohinder Amarnath), অ্যামি ভির্ককে (Ammy Virk) দেখা যাবে বলবিন্দর সান্ধুর চরিত্রে (Balwinder Sandhu)৷ শাহিল খাট্টার (Sahil Khattar) হয়েছেন সৈয়দ কিরমানি (Syed Kirmani), চিরাগ পাটিল এখানে (Chirag Patil) সন্দীপ পাটিল (Sandeep Patil), আদিনাথ কোঠারে (Adinath Kothare) ফুটিয়ে তুলেছেন দিলীপ বেঙ্গসরকারের (Dilip Vengsarkar) চরিত্রটি, ধারিয়া কারওয়া (Dhairya Karwa) হয়েছেন রবি শাস্ত্রী (Ravi Shastri), দিনকর শর্মাকে (Dinker Sharma) দেখা যাবে কীর্তি আজাদের (Kirti Azad) ভূমিকায়, যতীন সর্না (Jatin Sarna) করেছেন যশপাল শর্মার (Yashpal Sharma) চরিত্রটি, হার্ডি সান্ধু (Harrdy Sandhu) করছেন মদন লালের (Madan Lal), নিশন্ত দাহিয়া (Nishant Dahhiya) হয়েছেন রজার বিনি (Roger Binny), আর বদ্রি (R Badree) হয়েছেন সুনীল ভালসন (Sunil Valson) এবং পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi) দলের কোচ পিআর মান সিং (PR Man Singh)৷