#জয়পুর: রণবীর কাপুর ও আলিয়া ভাট এই মুহূর্তে পরিবারের সঙ্গে নতুন বছর সেলিব্রেট করতে এই মুহূর্তে রাজস্থানে রয়েছেন ৷ পুরো পরিবারের সঙ্গে একটি রিসর্টে সময় কাটাচ্ছেন আলিয়া ও রণবীর সিং ৷ জানতে পারা গিয়েছে কাপুর ও ভাট পরিবারের এই ছুটির অংশ বিশেষে পরিণত হয়েছেন রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন ৷
এই ছুটির একটি দেখতে পাওয়া গিয়েছে সবাইকে ছবিটি পোস্ট করেছেন নীতু কাপুর ৷ রণবীর কাপুর, মা নীতু কাপুর, বোন ঋদ্ধিমা সাহানি পরিবারের সঙ্গে রয়েছেন ৷ একই সঙ্গে আলিয়া ভাটের মা সোনি রাজদান, বোনা শাহিন ভাটও এই ছুটিতে অংশগ্রহণ করেছিলেন ৷ বিশ্বস্ত সূত্রে জানতে পারা গিয়েছে নতুন বছর আসছে সেই সঙ্গে দুই পরিবার হয়ত পাকাদেখাটাও সেরে রাখতে চাইছে তাই বড় ছুটিতে গিয়েছেন পরিবারের সদস্যরা ৷
তবে আলিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ করণ জোহর এখনও পর্যন্ত এই ভ্যাকেশনে আসেনি, তাই করণ জহরকে ছাড়া আলিয়া কি জীবনের এত বড় সিদ্ধান্ত গ্রহণ করবেন? এটাই এখন লাখ টাকার প্রশ্ন ৷