#রানাঘাট: রাণু মন্ডলকে মনে আছে তো ? নাকি ভুলে গিয়েছেন ! সোশ্যাল মিডিয়ায় মিমের পরিচিত মুখ এখন রাণু। রানাঘাটের স্টেশনে গান গেয়ে ভিক্ষে করে দিন কাটাতেন তিনি। লোকে যা দিত তাই দিয়েই চলতো তাঁর পেট। অবিকল লতার মতো তাঁর গলা। রাতারাতি সেই গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। চোখে পড়ে যান বলিউডের। বলিউডের গায়ক হিমেশের সঙ্গে জুটি বেঁধে 'তেরি মেরি কাহানি'ও গেয়ে ফেলেন তিনি। ব্যস ওইটুকুই। তারপর আবার ফিরে এসেছেন রানাঘাটে। কেমন আছেন তিনি ? সে খবর কে আর রাখে। ভাইরাল গলা কেউ মনে রাখে না।
সোশ্যাল মিডিয়া জুড়ে সারাদিন ঘোরে রাণুর ব্যাঙ্গাত্বক মিম। তবে আজ যখন মানুষের চরম দুর্দিন। করোনায় ভুগছে গোটা দেশ। লকডাউনের জন্য গরিব মানুষরা খেতে পাচ্ছেন না। সরকার থেকে কিছু ত্রাণ দেওয়া হচ্ছে। স্বেচ্ছাসেবী সংস্থারাও এগিয়ে এসেছেন। এবার রানাঘাটের গরিব মানুষের পাশে দাঁড়ালেন রাণু মন্ডল। নিজের যেটুকু টাকা রোজগার করেছিলেন তা থেকেই গরিব দের চাল, ডাল, ডিম আরও কিছু প্রয়োজনীয় খাবার দিয়ে সাহায্য করলেন তিনি। তবে শুধু মিম নয় রাণুর এই এগিয়ে আসার ছবিও ব্যপক শেয়ার হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বাহবা দিয়েছেন শিল্পীকে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Lockdown, Ranaghat, Ranu Mandal