#মুম্বই: সলমান খানের রিয়েলিটি শো ‘দশ কা দম’-এর একটি এপিসোডে হাজির ছিলেন শাহরুখ খান এবং রানি মুখোপাধ্যায়। একসঙ্গে শাহরুখ, সলমনকে দেখে উত্তেজনায় ফেটে পড়েছিলেন রানি। তিনি চেঁচিয়ে বলেন, '' মেরে করণ, অর্জুন আ গ্যায়ে''!
যখন এক ফ্রেমে কিং খান আর সল্লু মিঞা, তখন মজার কিছু হবে না, তা আবার হয় নাকি? শুরু হল, বাচ্চাদের ন্যাপি পাল্টানোর প্রতিযোগিতা। আর সেখানে তিন সন্তানের বাবা শাহরুখ- কে টপকে এগিয়ে গেলেন 'অলটাইম ব্যাচেলা ভাইজান'! তাই দেখে সলমনের উদ্দেশ্যে রানির বক্তব্য, ‘আব শাদিবাদি ছোড় দো, বাচ্চে প্যায়দা করলো’! যার মানে দাঁড়ায়, ''আর বিয়ে করার দরকার নেই। এবার বাচ্চার জন্ম দাও’' রানির ওই কথা শুনে খোদ শাহরুখ-এরও হাসি অার ধরেনা ! মুহূর্তে ভাইরাল হয়ে যায় ভিডিও--
দেখুন সেই ভিডিও--
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।