• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • সত্যিই কি আজ রণবীর-আলিয়ার বাগদান! জল্পনায় জল ঢাললেন পরিবারেরই এক সদস্য

সত্যিই কি আজ রণবীর-আলিয়ার বাগদান! জল্পনায় জল ঢাললেন পরিবারেরই এক সদস্য

গুঞ্জন ছড়ায় যে রণথম্ভোরে নাকি আজই বাগদান পর্ব সারছেন তাঁরা। কিন্তু এত জল্পনায় জল ঢাললেন রণবীর কাপুরের জেঠু রণধীর কাপুর।

গুঞ্জন ছড়ায় যে রণথম্ভোরে নাকি আজই বাগদান পর্ব সারছেন তাঁরা। কিন্তু এত জল্পনায় জল ঢাললেন রণবীর কাপুরের জেঠু রণধীর কাপুর।

গুঞ্জন ছড়ায় যে রণথম্ভোরে নাকি আজই বাগদান পর্ব সারছেন তাঁরা। কিন্তু এত জল্পনায় জল ঢাললেন রণবীর কাপুরের জেঠু রণধীর কাপুর।

 • Share this:

  #মুম্বই: বলিউড তারকা জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে নিয়ে বহুদিন ধরেই মুম্বইয়ের টিনসেল টাউনে জল্পনা চলছে। সম্প্রতি জয়পুর বিমানবন্দরে রণবীর ও আলিয়ার একটি ছবি নেট দুনিয়ায় ভাইরাল হতেই গুঞ্জন ছড়ায় যে রণথম্ভোরে নাকি আজই বাগদান পর্ব সারছেন তাঁরা। কিন্তু এত জল্পনায় জল ঢাললেন রণবীর কাপুরের জেঠু রণধীর কাপুর। জানালেন এই খবর মোটেই সত্যি নয়।

  সংবাদমাধ্যমের কাছে রণধীর জানান যে, এটা ভুল খবর। রণবীর ও আলিয়া যদি আজ সত্যিই বাগদান সারতেন তাহলে গোটা পরিবারই তাঁদের সঙ্গে রণথম্ভোরে থাকতেন। রণধীর স্পষ্ট করে দেন যে স্রেফ ছুটি কাটাতে এবং নতুন বছরকে একসঙ্গে স্বাগত জানাতে নীতু কাপুর, ঋদ্ধিমা, রণবীর ও আলিয়া সেখানে গিয়েছেন। বাগদান আজ হচ্ছে না।

  ২০২০-র শুরু থেকেই খবর ছিল যে তাঁরা নাকি এবছরই বিয়ের পিঁড়িতে বসবেন। দিন কয়েক আগেই একটি সাক্ষাৎকারে বিয়ে নিয়ে মুখ খুলেছিলেন রণবীর। তিনি জানান, করোনা পরিস্থিতি না থাকলে এতদিনে বিয়েটা হয়ে যেত। তবে এবার যে শীগগির বিয়ে সারবেন সেই কথাও সাক্ষাৎকারে জানান তিনি।

  এদিকে আলিয়া যে রণবীরের পরিবারের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে পড়েছেন তা তিনি স্পষ্ট করে দিয়েছেন। বড়দিনের সেলিব্রেশনেও রণবীরের পরিবারের সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে। পরে আবার আলিয়ার পরিবারের সঙ্গে রণবীরকে দেখা যায় একটি অনুষ্ঠানে।

  ২০১৭ সালে প্রথম দুজনের সম্পর্কের গুঞ্জন ছড়ায় বি-টাউনে। সোনম কাপুরের বিয়ের রিসেপশনে দুজন একসঙ্গে উপস্থিত হয়ে সম্পর্কের কথা স্বীকার করেন তাঁরা। আর তার পর থেকেই পাপারাজ্জিদের ক্যামেরায় এরকসঙ্গে বার বার ধরা দিয়েছেন রণবীর ও আলিয়া। প্রসঙ্গত, ব্রহ্মাস্ত্র ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন এই তারকা জুটি। ২০২১ সালেই ছবিটি মুক্তি পাবে।

  Published by:Swaralipi Dasgupta
  First published: