#মুম্বই: কয়েক বছর আগে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছিল। জুনেদ শাহর ছবি। কিন্তু কে এই জুনেদ শাহ ? কেনই বা তাঁর ছবি ভাইরাল হয়েছিল? এই প্রশ্ন মনে আসতেই পারে ! জুনেদ শাহ কাশ্মীরে থাকতেন। তাঁকে দেখতে অবিকল রণবীর কাপুরের মতো। জুনেদের ছবি দেখে রণবীর কাপুর তো অবাক হয়েইছিলেন। ঋষি কাপুর তাঁর ইনস্টাগ্রামে জুনেদের ছবি পোস্ট করে লিখেছিলেন, ' ও মাই গড, আমি জানতামই না আমার ছেলের যমজ বা জড়ুয়া আছে।"
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া জুনেদ শুক্রবার সকালে নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন। এই খবর জানার পর চমকে উঠেছেন বলিউড স্টার রণবীর কাপুরও। জুনেদের বয়স মাত্র ২৮ বছর। তাঁর ছবি ভাইরাল হওয়ার পর তিনি মডেলিংয়ের কাজ করছিলেন মুম্বইতে।
জুনেদ শাহ
জানা গিয়েছে, বাবার শরীর অসুস্থ থাকায় কাশ্মীরে বাবাকে দেখতে এসেছিলেন জুনেদ। তাঁর বাবা এখন ভাল আছেন, কিন্তু জুনেদ আর নেই।