#মুম্বই: বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা ঋষি কাপুর প্রয়াত হয়েছেন গত ৩০ এপ্রিল ৷ তাঁর মৃত্যুর পর থেকে শোকস্তব্ধ হয়েছে গোটা পরিবার, ঘনিষ্ঠ মহল, বন্ধুবান্ধব থেকে শুরু করে বলিউড ইন্ডাস্ট্রি, সবাই কোনও ভাবেই বিশ্বাস করতে পারেনি যে ঋষি কাপুর আর নেই ৷ স্ত্রী নীতু কাপুর স্বামীর স্মরণে মাঝে মধ্যেই ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায় ৷ বাবার প্রয়াণে রণবীরও বেশ আঘাত পেয়েছেন সেই বিষয়েই তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন চিকিৎসা থেকে শুরু করে ঋষি কাপুরের অসুস্থতার দিনগুলি আজও তাঁর বেশ মনে আছে ৷
তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন অত্যন্ত কটিন সময়ে তিনি দেখেছেন গত ২ বছরে এত বড় দুর্ঘটনা ঘটেছে ৷ তাঁর প্রতিটি পদক্ষেপেই বাবার দেকানো পথে, শেখানো শিক্ষা রয়েছে ৷ রণবীর জানিয়েছেন বাবার কেমো থেরাপি থেকে শুরু করে হাসপাতাল থেকে বাড়ি, বাবার সঙ্গে কাটানো মুহূর্তগুলি বেশ স্বস্তি দিয়েছে তাঁকে, দিয়েছে এক কঠোর অভিজ্ঞতাও ৷ কিন্তু এমন ঘটনা ঘটবে, যা তিনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি ৷ রণবার জানিয়েছেন ৷
এই বছর তাঁর জন্য অত্যন্ত খারাপ, অনেক অশুভ ঘটনা ঘটেছে, বাবাকে তিনি হারিয়েছেন, ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানান চড়াই উতরাইয়ের সাক্ষী থেকেছেন তিনি ৷ সাক্ষাৎকারে রণবীর জানিয়েছেন তাঁর মায়ের করোন সংক্রমণ ও অভিনয় থেকে কেন দূরে? এই বিষয় নিয়ে বেশ খোলামেলা কথাবার্তায় পাওয়া গিয়েছে ঋষিপুত্র রণবীর কাপুরকে ৷