corona virus btn
corona virus btn
Loading

চুমুর মুহূর্তে ঠোঁট সরিয়ে নিলেন আলিয়া! অস্বস্তিতে রণবীর, ভাইরাল ভিডিও

চুমুর মুহূর্তে ঠোঁট সরিয়ে নিলেন আলিয়া! অস্বস্তিতে রণবীর, ভাইরাল ভিডিও
photo source collected
  • Share this:

#মুম্বই:  আলিয়া আর র‍ণবীর প্রেম করছেন, এটা এখন বলিউডে সবাই জানে। নীতু সিং ও ঋষি কাপুর আলিয়াকে বেশ পছন্দ করেন। আলিয়া এখন তাঁদের সঙ্গেই সব জায়গায় ঘুরে বেড়ান। বেশ জমে উঠেছে আলিয়া রণবীরের প্রেম। সম্প্রতি, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে মঞ্চে সেরা অভিনেত্রীর পুরস্কার নিতে উঠে, রণবীরকে তাঁর জীবনের বিশেষ মানুষ হিসাবে উল্লেখ করেন। তারপর প্রকাশ্যেই 'আই লাভ ইউ' বলে বসেন আলিয়া। অন্যদিকে সেরা অভিনেতার পুরস্কার নিতে ওঠার সময় রণবীরও আলিয়াকে প্রকাশ্যে চুম্বন করেন। যে সমস্ত ছবিও ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়।

কিন্তু আলিয়ার আবার হঠাৎ হলটা কী! তিনি চুমু খেতে চাইলেন না রণবীরকে। একটি শোতে রণবীর আলিয়াকে চুমু খেতে গেলে ঠোঁট সরিয়ে নেন আলিয়া। এই ঘটনায় চমকেই যান রণবীর। পরিস্থিতি সামাল দিতে রণবীর আলিয়ার গালেই চুমু খান। যদিও হেসে ফে।এ পুরো বিষয়টা সামলে নেন তাঁরা। এই ঘটনার সময় আলিয়ার পাশে বসে ছিলেন রণবীর কাপুরের পুরনো প্রেমিকা দীপিকা। তবে কী দীপিকার সামনে রণবীরকে চুমু খেতে চান না আলিয়া?  সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা শেয়ার করেন রণবীর। এই ভিডিও এখন ভাইরাল।---

View this post on Instagram

This was super cute

First published: April 1, 2019, 4:39 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर