• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • গুরুতর অসুস্থ বলি-নায়ক রণবীর কাপুর, উদ্বিগ্ন বিনোদন মহল

গুরুতর অসুস্থ বলি-নায়ক রণবীর কাপুর, উদ্বিগ্ন বিনোদন মহল

হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন রণবীর কাপুর । কী হয়েছে তাঁর? জানালেন মা নীতু কাপুর ।

হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন রণবীর কাপুর । কী হয়েছে তাঁর? জানালেন মা নীতু কাপুর ।

হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন রণবীর কাপুর । কী হয়েছে তাঁর? জানালেন মা নীতু কাপুর ।

 • Share this:

  #মুম্বই: হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা রণবীর কাপুর । তাঁর শরীর ভাল যাচ্ছে না, এ খবর প্রথম প্রকাশ্যে আনেন রণবীরের কাকা রণধীর কাপুর । তিনি জানান, রণবীরের শরীরটা ভাল যাচ্ছে না । তবে তাঁর কী হয়েছে এখনও স্পষ্ট করে জানেন না তিনি । কারণ শহরের বাইরে রয়েছেন রণধীর ।

  এর কিছুক্ষণ পরেই একটি সোশ্যাল মিডিয়া পোস্টে রণবীরের মা নিতু কাপুর জানান, করোনা ভাইরাস সংক্রমিত হয়েছেন ছোটে কাপুর । করোনা টেস্টের ফল পজিটিভ এসেছে তাঁর । যথাযথ ওষুধ খাচ্ছে রণবীর । বাড়িতেই আইসোলেশনে রয়েছে তিনি । চিকিৎসকদের পরামর্শ মতো চলছেন । তাঁর শারীরিক অবস্থার উন্নতিও হচ্ছে ।

  সামনেই মুক্তি পাওয়ার কথা ‘ব্রহ্মাস্ত্র’র । পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের এই ছবিতে রণবীর ছাড়াও রয়েছেন তাঁর গার্লফ্রেন্ড আলিয়া ভাট । রয়েছেন অমিতাভ বচ্চনও । শোনা গিয়েছিল নাকি শীঘ্রই চার হাত এক হবে রালিয়ার । কিন্তু গত বছর হঠাৎই ঋষি কাপুরের মৃত্যু এবং তারপর করোনার প্রকোপে সেই পরিকল্পনা পিছিয়ে যায় । সম্ভবত এ বছরই সেই স্থগিত হয়ে যাওয়া শুভকাজ সম্পন্ন হবে ।

  Published by:Simli Raha
  First published: