Home /News /entertainment /
চলে গেলেন সোনালি বেন্দ্রে ! সোশ্যাল মিডিয়ায় শোরগোল

চলে গেলেন সোনালি বেন্দ্রে ! সোশ্যাল মিডিয়ায় শোরগোল

 • Share this:

  #মুম্বই: সোশ্যাল মিডিয়ায় আচমকাই ছড়িয়ে পড়ে খবর-- মারা গিয়েছেন বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে ৷ ট্যুইটারে এমনটাই লেখেন বিজেপি বিধায়ক রাম কদম। মুহূর্তে পড়ে যায় শোরগোল ! ছড়িয়ে পড়ে চাঞ্চল্য ! বিতর্কেও জড়িয়ে পড়েন রাম কদম।

  ইরফান খানের পর ক্যান্সারের শিকার বি-টাউনের জনপ্রিয় নায়িকা সোনালি বেন্দ্রে ৷ ম্যাটাস্ট্যাটিক ক্যান্সারে আক্রান্ত 'জখম' স্টার ৷ নিউ ইয়র্কে চলছে চিকিৎসা। কঠিন লড়াই! ট্যুইটারে অসুস্থতার কথা নিজেই শেয়ার করেছিলেন সোনালি।

  সেই খবরকে ভিত্তি করেই অভিনেত্রীর মৃত্যুসংবাদ আগাম ঘোষণা করলেন বিজেপি বিধায়ক। পরে অবশ্য জানা যায়, গোটা খবরটিই ভুয়ো ৷ ট্যুইটারে রাম কদম সোনালি বেন্দ্রের একটি ছবি পোস্ট করে মারাঠি ভাষায় লেখেন-- মারাঠি ও হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আমাদের ছেড়ে চলে গেলেন ৷ আমেরিকায় তাঁর চিকিৎসা চলছিল ৷ তিনি আমাদের সবার হৃদয়ে থাকবেন৷

  ্ি্ি্

  এই পোস্টের পরমুহূর্তেই বিপুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ায় নিজের ভুল বুঝতে পারেন কদম ৷ সঙ্গে সঙ্গে পোস্টটি ডিলিটও করে দেন। তবে তাতে সমালোচনার হাত থেকে রেহাই পাননি ৷ কটাক্ষ ও নিন্দায় ভরে গিয়েছে ট্যুইটার ৷ পরে রাম কদম আরেকটি ট্যুইট করে জানান, আমাদের প্রিয় সোনালিজির সম্পর্কে এই দুঃসংবাদটি সম্পূর্ণ ভুয়ো ৷ তাঁর আরোগ্য ও সুস্থ জীবনের কামনা করি ৷

  ি্িুিে

  First published:

  Tags: Death, Ram kadam, Sonali Bendre

  পরবর্তী খবর