#মুম্বই: আবার করোনার কোপ বলিউডে। এ বার করোনায় আক্রান্ত হলেন বলিউড তথা কন্নড় ছবির অন্যতম অভিনেত্রী রাকুল প্রীত সিং। মঙ্গলবার নিজের ট্যুইটার হ্যান্ডলে লিখে সেই কথা সকলকে জানিয়েছেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় তিনি খবরটি দিয়ে লিখেছেন, "আমি করোনা পরীক্ষা করেছিলাম। আমার রিপোর্ট পজিটিভ এসেছে। এই মুহূর্তে নিজেকে আমি আইসোলেট করে রেখেছি। আপাতত আমি সুস্থ বোধ করছি এবং নিজের শরীরের খেয়াল রাখছি। আগামী সাত দিন আমি ভাল ভাবে বিশ্রাম নেব যাতে জলদি আবার শ্যুটিং ফ্লোরে ফিরে আসতে পারি"।
রাকুল সবার উদ্দ্যেশে লিখেছেন, যারা তাঁর কাছাকাছি এই ক’দিন এসেছিলেন তাঁরা যেন সকলেই নিজেদের কোভিড পরীক্ষা করিয়ে নেন এক বার। সকলেই তিনি সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে বলেছেন এবং পাশাপাশি নিজেদের শরীরের খেয়াল রাখতে বলছেন।
সম্প্রতি রাকুল তাঁর পরবর্তী ছবি ‘মে ডে’-এর জন্য অভিনয় করছিলেন। কিছু দিন আগে নিজের সোশ্যাল মিডিয়ায় শ্যুটিং-এর ছবিও শেয়ার করেছিলেন তিনি। এই ছবির পরিচালক হলেন অজয় দেবগণ। ছবিতে রাকুল ছাড়াও অজয় নিজে এবং অমিতাভ বচ্চনকে মুখ্য অভিনয় দেখা যাবে।
কিছু দিন আগে অজয় দেবগণ ‘মে ডে’-এর শ্যুটিং শুরু হওয়ার ঘোষণা করছিলেন। এই ছবি ২০২২ সালের ২৯ এপ্রিল রিলিজ করবে। রাকুল তাঁর প্রত্যুত্তরে জানিয়েছিলেন, তিনি অপেক্ষা করে রয়েছেন শ্যুটিং শুরু হওয়ার। যদিও অজয় দেবগণ এবং ফ্লোরের অন্যান্য সদস্যদের করোনা হওয়ার কোনও খবর এখনও পাওয়া যায়নি।